টিকা না নেয়ায় ফ্রান্সে ৩ হাজার স্বাস্থ্যকর্মী ছাটাই

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • / 136
করোনা ভাইরাস ঠেকাতে টিকা গ্রহণ না করা প্রায় তিন হাজার স্বাস্থ্যকর্মীকে ছাটাই করেছে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁ সরকার। বুধবার থেকে একটি নতুন নিয়ম জারি করেছে ইউরোপের দেশটি। এর আওতায় এ স্বাস্থ্যকর্মীদের কাজ থেকে অব্যহতি দেয়া হয়। বৃহস্পতিবার বিবিসি এ খবর জানিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী ফ্রান্সের ২৭ লাখ স্বাস্থ্য ও অগ্নিনির্বাপন কর্মীর করোনা টিকাগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। ফরাসি স্বাস্থ্যমন্ত্রী ওলিভার ভেরেন বৃহস্পতিবার বলেন, ‘অধিকাংশ স্বাস্থ্যকর্মীকে সাময়িক সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে।’

তিনি জানান, স্বাস্থ্যকর্মীদের মধ্যে অনেকেই টিকা গ্রহণের বিষয়ে সম্মত হয়েছেন। কারণ তারা দেখেছেন যে, টিকা গ্রহণ এখন একটি বাস্তবতা। এসব স্বাস্থ্যকর্মীদের মধ্যে রয়েছেন ফ্রান্সের চিকিৎসক, নার্স, অফিস স্টাফ ও সেচ্ছাসেবকরা।

গত ১২ জুলাই একটি নোটিসে তাদের সতর্ক করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাদেরকে শর্ত দেয়া হয়েছিল, ১৫ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই করোনা টিকার অন্তত একটি ডোজ তাদেরকে নিতে হবে। এতে তারা সম্মত না হলে চাকরি ছাড়ারও পরামর্শ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিকা না নেয়ায় ফ্রান্সে ৩ হাজার স্বাস্থ্যকর্মী ছাটাই

আপডেট : ০২:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
করোনা ভাইরাস ঠেকাতে টিকা গ্রহণ না করা প্রায় তিন হাজার স্বাস্থ্যকর্মীকে ছাটাই করেছে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁ সরকার। বুধবার থেকে একটি নতুন নিয়ম জারি করেছে ইউরোপের দেশটি। এর আওতায় এ স্বাস্থ্যকর্মীদের কাজ থেকে অব্যহতি দেয়া হয়। বৃহস্পতিবার বিবিসি এ খবর জানিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী ফ্রান্সের ২৭ লাখ স্বাস্থ্য ও অগ্নিনির্বাপন কর্মীর করোনা টিকাগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। ফরাসি স্বাস্থ্যমন্ত্রী ওলিভার ভেরেন বৃহস্পতিবার বলেন, ‘অধিকাংশ স্বাস্থ্যকর্মীকে সাময়িক সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে।’

তিনি জানান, স্বাস্থ্যকর্মীদের মধ্যে অনেকেই টিকা গ্রহণের বিষয়ে সম্মত হয়েছেন। কারণ তারা দেখেছেন যে, টিকা গ্রহণ এখন একটি বাস্তবতা। এসব স্বাস্থ্যকর্মীদের মধ্যে রয়েছেন ফ্রান্সের চিকিৎসক, নার্স, অফিস স্টাফ ও সেচ্ছাসেবকরা।

গত ১২ জুলাই একটি নোটিসে তাদের সতর্ক করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাদেরকে শর্ত দেয়া হয়েছিল, ১৫ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই করোনা টিকার অন্তত একটি ডোজ তাদেরকে নিতে হবে। এতে তারা সম্মত না হলে চাকরি ছাড়ারও পরামর্শ দেয়া হয়।