সাহারা অঞ্চলের ‘আইএস প্রধান নিহত’

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • / 145
জঙ্গি সংগঠন আইএসের (ইসলামিক স্ট্যাট) সাহারা অঞ্চলের প্রধান আদনান আবু ওয়ালিদ আল-সাহরাওয়ি ফরাসি সেনাদের এক অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার বিবিসি এ খবর জানিয়েছে।

আদনান আবু ওয়ালিদ ২০১৫ সালে বৃহত্তর সাহারা অঞ্চলে আইএসের শাখা গঠন করেন, যা আইএসজিএস (ইসলামিক স্ট্যাট অব গ্রেটার সাহারা) নামে পরিচিত।

ওই অঞ্চলে অধিকাংশ হামলার সঙ্গে সংগঠনটি জড়িত বলে সন্দেহ করা হয়। ২০২০ সালে বেশ কয়েকজন ফরাসি ত্রাণকর্মীকে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে ওই আইএসজিএসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আদনান আবু ওয়ালিদের মৃত্যুকে ‘সাহেল অঞ্চলে জঙ্গিবাদের বিরুদ্ধে আরও একটি সফলতা’ বলে উল্লেখ করেছেন।

এক দিকে সেনেগান, অন্য দিকে পশ্চিম সোমালিয়া – আফ্রিকার সাহারা মরুভূমিসহ প্রায় ৩০ লাখ স্কয়ার কিলোমিটার এলাকা নিয়ে সাহেল অঞ্চলটি গঠিত।

কিভাবে আইএসের প্রধানকে হত্যা করা হয়েছে, তা বিস্তারিত জানাননি ফরাসী প্রেসিডেন্ট। তবে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি এক টুইটে বলেন, আদনান আবু ওয়ালিদ এক হামলায় নিহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের সিরিয়া ও ইরাকের একাংশকে দখল গত দশকে আত্মপ্রকাশ করে আইএস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে একই মতাদর্শের লোকজন তাদের সঙ্গে যোগ দিতে থাকেন। মার্কিন হামলা ও স্থানীয়দের প্রতিরোধের মুখে জঙ্গি সংগঠনটি বর্তমানে একেবারেই কোণঠাসা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাহারা অঞ্চলের ‘আইএস প্রধান নিহত’

আপডেট : ০২:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
জঙ্গি সংগঠন আইএসের (ইসলামিক স্ট্যাট) সাহারা অঞ্চলের প্রধান আদনান আবু ওয়ালিদ আল-সাহরাওয়ি ফরাসি সেনাদের এক অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার বিবিসি এ খবর জানিয়েছে।

আদনান আবু ওয়ালিদ ২০১৫ সালে বৃহত্তর সাহারা অঞ্চলে আইএসের শাখা গঠন করেন, যা আইএসজিএস (ইসলামিক স্ট্যাট অব গ্রেটার সাহারা) নামে পরিচিত।

ওই অঞ্চলে অধিকাংশ হামলার সঙ্গে সংগঠনটি জড়িত বলে সন্দেহ করা হয়। ২০২০ সালে বেশ কয়েকজন ফরাসি ত্রাণকর্মীকে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে ওই আইএসজিএসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আদনান আবু ওয়ালিদের মৃত্যুকে ‘সাহেল অঞ্চলে জঙ্গিবাদের বিরুদ্ধে আরও একটি সফলতা’ বলে উল্লেখ করেছেন।

এক দিকে সেনেগান, অন্য দিকে পশ্চিম সোমালিয়া – আফ্রিকার সাহারা মরুভূমিসহ প্রায় ৩০ লাখ স্কয়ার কিলোমিটার এলাকা নিয়ে সাহেল অঞ্চলটি গঠিত।

কিভাবে আইএসের প্রধানকে হত্যা করা হয়েছে, তা বিস্তারিত জানাননি ফরাসী প্রেসিডেন্ট। তবে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি এক টুইটে বলেন, আদনান আবু ওয়ালিদ এক হামলায় নিহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের সিরিয়া ও ইরাকের একাংশকে দখল গত দশকে আত্মপ্রকাশ করে আইএস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে একই মতাদর্শের লোকজন তাদের সঙ্গে যোগ দিতে থাকেন। মার্কিন হামলা ও স্থানীয়দের প্রতিরোধের মুখে জঙ্গি সংগঠনটি বর্তমানে একেবারেই কোণঠাসা।