শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে দুর্বৃত্তের গুলিতে দু’যুবক গুরুতর আহত

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

নগরীতে দুর্বৃত্তের গুলিতে দু’যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ গুলির ঘটনা ঘটে।

আহতরা হলেন- মনির হাওলাদার ও হানিফ হাওলাদার।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই তারা গুলিবিদ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, মাদকের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তারা দুইজন আহত হয়। আহত মনিরের বিরুদ্ধে ২টা মাদকের মামলা রয়েছে। তবে ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি।