নোয়াখালীতে নৌকার দুই প্রার্থীসহ ৫ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
- আপডেট : ১১:৩২:৫৩ পূর্বাহ্ন, সোমাবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / 154
নোয়াখালীর হাতিয়ার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) জিয়া আলী মোবারক কল্লোল ও ১০ নম্বর জাহাজ মারা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) এটিএম সিরাজ উল্যাহ ভোট বর্জনের ঘোষণা দেন।
নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া অন্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়নে আবদুল হালিম আজাদ (আনারস প্রতীক), ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) নূরুল ইসলাম, ১১ নম্বর নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) মো. মেহেরাজ উদ্দিন। এই তিনজনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
প্রার্থীরা সাংবাদিকদের কাছে তাদের ভোট বর্জনের কথা জানিয়েছেন। প্রার্থীরা বলেছেন, সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর মধ্য দিয়ে হাতিয়ার সাত ইউপির মধ্যে পাঁচটিতেই চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করলেন।
এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বলেন, আমি এখনও কোনও প্রার্থীর থেকে অভিযোগ পাইনি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলেও দাবি করেন তিনি।