কপিল শর্মার সঙ্গে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার
- আপডেট : ০১:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / 157
একটি ভ্যানিটি ভ্যান তৈরি করার জন্য ২০১৭ সালের মার্চ থেকে মে মাস পর্যন্ত বোনিটো ছাবরিয়া নামের এক কার ডিজাইনারকে ধাপে ধাপে ৫ কোটি ৩০ লাখ রুপি দিয়েছিলেন কপিল। কিন্তু ৪ বছর পার হয়ে গেলেও কপিল এখনো ভ্যানিটি ভ্যান পাননি, তাই উপায় না দেখে দ্বারস্থ হন ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের (এনসিএলটি)। এরপর বিষয়টি তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ।
প্রথমে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর ঠিকঠাক জবাব না দিতে পারায় বোনিটো ছাবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জনায় মুম্বাই পুলিশ। এই অভিযোগটি অবশ্য গত বছর দায়ের করেছিলেন কপিল।
এদিকে সম্প্রতি আদালতকে অসম্মানের অভিযোগ উঠেছে জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-এর বিরুদ্ধে। এ কারণে ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী এলাকার এই শোয়ের নামে জেলা আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে। বোঝাই যাচ্ছে সময়টা একদম খারাপ যাচ্ছে এই কমেডিয়ানের।