ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কাঁদলেন আবরারের বাবা

প্রতিনিধির নাম
  • আপডেট : ১০:৩৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
  • / 87
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় এই রায় শুনে কাঁদলেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ।

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর সন্তুষ্টি প্রকাশ করে বরকতুল্লাহ বলেন, আদালতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এই রায় উচ্চ আদালতে যেন বহাল থাকে।

এসময় বরকতুল্লাহ এই রায় দ্রত কার্যকরের দাবি জানান।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন

মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। তা আমলে নিয়ে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের মধ্যে ২২ জনকে আজ আদালতে আনা হয়। আর পলাতক রয়েছেন তিনজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁদলেন আবরারের বাবা

আপডেট : ১০:৩৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় এই রায় শুনে কাঁদলেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ।

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর সন্তুষ্টি প্রকাশ করে বরকতুল্লাহ বলেন, আদালতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এই রায় উচ্চ আদালতে যেন বহাল থাকে।

এসময় বরকতুল্লাহ এই রায় দ্রত কার্যকরের দাবি জানান।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন

মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। তা আমলে নিয়ে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের মধ্যে ২২ জনকে আজ আদালতে আনা হয়। আর পলাতক রয়েছেন তিনজন।