ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বরিশালে বিচারপতি নাজমুল আহাসানের দাফন সম্পন্ন

বরিশাল প্রতিনিধি
  • আপডেট : ১০:৩০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • / 152
করোনাভাইরাসে আক্রান্ত আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাতে বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাত ৯টার দিকে নগরীর জামে বায়তুল মোকাররম মসজিদের সামনে সদর রোডে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

পুষ্পার্ঘ্য অর্পণ করে বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহাসান, জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার, জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিচারকবৃন্দ, পুলিশ সুপার মো. মারুফ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জেলা আইনজীবী সমিতি, বরিশাল প্রেস ক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।

জানাজায় পরিবারের সদস্য, স্বজন, আইনজীবী, শুভাকাঙ্ক্ষীসহ বিশিষ্টব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। জানাজায় মরহুম বিচারপতির রূহের মাগফেরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া চান তার ছোট ভাই সাংবাদিক তৌফিক মারুফ। এরপর শ্রদ্ধা জানানোর জন্য অশ্বিনী কুমার হল চত্বরে মরদেহ নেওয়া হয়। সেখানে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

এর আগে নাজমুল আহাসানের মরদেহ তার মাকে শেষবারের মতো দেখানোর জন্য নগরীর কাউনিয়া সড়কের বাসভবনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরে রাতে নগরীর মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। গত ৯ জানুয়ারি বিচারপতি নাজমুল আহাসানসহ হাইকোর্ট বিভাগে কর্মরত চার বিচারপতিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাকি তিনজন শপথ নিলেও অসুস্থতার কারণে তখন তিনি শপথ নিতে পারেননি। সুস্থ হওয়ার পর শপথ নেওয়ার কথা ছিল। শপথ গ্রহণের দিন থেকে নিয়োগ কার্যকর হবে বলে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে।

১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এফ আর এম নাজমুল আহাসান। তার বাবার নাম মো. আনোয়ার হোসেন ও মায়ের নাম জাহানারা বেগম। তিনি বিএ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর এলএলবি পাস করে আইন পেশায় যোগ দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশালে বিচারপতি নাজমুল আহাসানের দাফন সম্পন্ন

আপডেট : ১০:৩০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
করোনাভাইরাসে আক্রান্ত আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাতে বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাত ৯টার দিকে নগরীর জামে বায়তুল মোকাররম মসজিদের সামনে সদর রোডে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

পুষ্পার্ঘ্য অর্পণ করে বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহাসান, জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার, জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিচারকবৃন্দ, পুলিশ সুপার মো. মারুফ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জেলা আইনজীবী সমিতি, বরিশাল প্রেস ক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।

জানাজায় পরিবারের সদস্য, স্বজন, আইনজীবী, শুভাকাঙ্ক্ষীসহ বিশিষ্টব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। জানাজায় মরহুম বিচারপতির রূহের মাগফেরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া চান তার ছোট ভাই সাংবাদিক তৌফিক মারুফ। এরপর শ্রদ্ধা জানানোর জন্য অশ্বিনী কুমার হল চত্বরে মরদেহ নেওয়া হয়। সেখানে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

এর আগে নাজমুল আহাসানের মরদেহ তার মাকে শেষবারের মতো দেখানোর জন্য নগরীর কাউনিয়া সড়কের বাসভবনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরে রাতে নগরীর মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। গত ৯ জানুয়ারি বিচারপতি নাজমুল আহাসানসহ হাইকোর্ট বিভাগে কর্মরত চার বিচারপতিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাকি তিনজন শপথ নিলেও অসুস্থতার কারণে তখন তিনি শপথ নিতে পারেননি। সুস্থ হওয়ার পর শপথ নেওয়ার কথা ছিল। শপথ গ্রহণের দিন থেকে নিয়োগ কার্যকর হবে বলে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে।

১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এফ আর এম নাজমুল আহাসান। তার বাবার নাম মো. আনোয়ার হোসেন ও মায়ের নাম জাহানারা বেগম। তিনি বিএ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর এলএলবি পাস করে আইন পেশায় যোগ দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।