ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৭:১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • / 240

ছবি: সংগৃহীত

::যশোর প্রতিনিধি::

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩ কোটি ৮২ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার ১৪০টি ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ আমিনুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্টের সোহাগ পরিবহনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আমিরুল ইসলাম বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের শামসুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, বেনাপোল সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইন্টারন্যাশনাল কলিং কার্ডের চালান ভারতে পাচার হবে বলে তাদের কাছে খবর আসে। পরে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। একপর্যায়ে বেনাপোল সীমান্তের সাদিপুর মোড়ে সোহাগ পরিবহনের সামনে থেকে সন্দেহভাজন এক যুবককে ধরা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি কার্টন থেকে ৩ কোটি ৮২ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার ১৪০টি ইন্টারন্যাশনাল কলিং কার্ড পাওয়া যায়।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান বলেন, চোরাচালান পণ্যসহ আটক পাচারকারীকে বিকেলে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ আটক ১

আপডেট : ০৭:১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
::যশোর প্রতিনিধি::

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩ কোটি ৮২ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার ১৪০টি ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ আমিনুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্টের সোহাগ পরিবহনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আমিরুল ইসলাম বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের শামসুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, বেনাপোল সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইন্টারন্যাশনাল কলিং কার্ডের চালান ভারতে পাচার হবে বলে তাদের কাছে খবর আসে। পরে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। একপর্যায়ে বেনাপোল সীমান্তের সাদিপুর মোড়ে সোহাগ পরিবহনের সামনে থেকে সন্দেহভাজন এক যুবককে ধরা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি কার্টন থেকে ৩ কোটি ৮২ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার ১৪০টি ইন্টারন্যাশনাল কলিং কার্ড পাওয়া যায়।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান বলেন, চোরাচালান পণ্যসহ আটক পাচারকারীকে বিকেলে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।