জাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • / 236
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ছাত্র ও ছাত্রীদের আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ছাত্রদের ২১০ ও ছাত্রীদের ২০০ আসনের বিপরীতে ১০ গুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (juniv-admission.org) থেকে বিস্তারিত ফলাফল জানা যাবে।

গত ২১ ও ২২ নভেম্বর ১০ শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৮ হাজার ২০২ জন ভর্তিচ্ছু আবেদন করলেও পরীক্ষায় ৩৪ হাজারের মতো ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। এর মধ্যে ২১ হাজারের মতো পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ে চলতি সেশনে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি শুরু হবে। ১২ ডিসেম্বর পর্যন্ত প্রথম মেধাতালিকা থেকে ভর্তির জন্য চূড়ান্ত হওয়া শিক্ষার্থীদের এ ভর্তি কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

আপডেট : ১২:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ছাত্র ও ছাত্রীদের আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ছাত্রদের ২১০ ও ছাত্রীদের ২০০ আসনের বিপরীতে ১০ গুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (juniv-admission.org) থেকে বিস্তারিত ফলাফল জানা যাবে।

গত ২১ ও ২২ নভেম্বর ১০ শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৮ হাজার ২০২ জন ভর্তিচ্ছু আবেদন করলেও পরীক্ষায় ৩৪ হাজারের মতো ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। এর মধ্যে ২১ হাজারের মতো পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ে চলতি সেশনে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি শুরু হবে। ১২ ডিসেম্বর পর্যন্ত প্রথম মেধাতালিকা থেকে ভর্তির জন্য চূড়ান্ত হওয়া শিক্ষার্থীদের এ ভর্তি কার্যক্রম চলবে।