ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জবি উপাচার্যের সঙ্গে ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্যে সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • / 227

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রস্তুতি কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

রোববার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিজস্ব কক্ষে সৌজন্য সাক্ষাৎ করে ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এবং বিভাগের উন্নয়নে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের বিষয়ে আগ্রহী। এতে বিশ্ববিদ্যালয়ের যেরকম উন্নয়ন হবে পাশাপাশি বিভাগের জন্য এ অ্যাসোসিয়েশনগুলো কাজ করবে। এর মধ্যে দিয়ে সবার সঙ্গে একটা সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।

সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল, সদস্য সচিব জোতির্ময় সাহা আপু এবং নব-নির্বাচিত কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ ডিসেম্বর ইংরেজি বিভাগের সব ব্যাচের প্রতিনিধিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৬৫ সদস্যদের এই অ্যলামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জবি উপাচার্যের সঙ্গে ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্যে সাক্ষাৎ

আপডেট : ০১:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রস্তুতি কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

রোববার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিজস্ব কক্ষে সৌজন্য সাক্ষাৎ করে ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এবং বিভাগের উন্নয়নে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের বিষয়ে আগ্রহী। এতে বিশ্ববিদ্যালয়ের যেরকম উন্নয়ন হবে পাশাপাশি বিভাগের জন্য এ অ্যাসোসিয়েশনগুলো কাজ করবে। এর মধ্যে দিয়ে সবার সঙ্গে একটা সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।

সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল, সদস্য সচিব জোতির্ময় সাহা আপু এবং নব-নির্বাচিত কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ ডিসেম্বর ইংরেজি বিভাগের সব ব্যাচের প্রতিনিধিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৬৫ সদস্যদের এই অ্যলামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়।