ঢাবিতে চলছে জাঁকজমকহীন সরস্বতী পূজা

ঢাবি প্রতিনিধি
  • আপডেট : ০৯:৪৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • / 287
করোনা পরিস্থিতি বিবেচনা করে স্বাস্হ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা পালিত হচ্ছে। নেই তেমন জাঁকজমক আয়োজন।

প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগ জগন্নাথ হল মাঠে নিজেদের বিভাগীয় পূজা মণ্ডপ তৈরি করে উৎসবমুখর পরিবেশে পূজা পালন করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় এবার জগন্নাথ হলে শুধু একটি কেন্দ্রীয় পূজা মণ্ডপ তৈরি করা হয়। এছাড়াও ছাত্রীহলগুলোতেও একটি করে পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে।

শনিবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, রোকেয়া হল, শামসুন নাহার হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং কবি সুফিয়া কামাল হলের পূজামন্ডপ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এসময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, হলগুলোর প্রাধ্যক্ষবৃন্দ, আবাসিক শিক্ষকগণ, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী। তিনি সকল প্রকার হীনতা, সংকীর্ণতা, সাম্প্রদায়িকতা ও অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয় কামনা করেন।

এসময় সরস্বতী পূজা উপলক্ষ্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সত্য, সুন্দর, সৌহার্দ্য, সম্প্রীতি ও জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাবিতে চলছে জাঁকজমকহীন সরস্বতী পূজা

আপডেট : ০৯:৪৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
করোনা পরিস্থিতি বিবেচনা করে স্বাস্হ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা পালিত হচ্ছে। নেই তেমন জাঁকজমক আয়োজন।

প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগ জগন্নাথ হল মাঠে নিজেদের বিভাগীয় পূজা মণ্ডপ তৈরি করে উৎসবমুখর পরিবেশে পূজা পালন করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় এবার জগন্নাথ হলে শুধু একটি কেন্দ্রীয় পূজা মণ্ডপ তৈরি করা হয়। এছাড়াও ছাত্রীহলগুলোতেও একটি করে পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে।

শনিবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, রোকেয়া হল, শামসুন নাহার হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং কবি সুফিয়া কামাল হলের পূজামন্ডপ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এসময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, হলগুলোর প্রাধ্যক্ষবৃন্দ, আবাসিক শিক্ষকগণ, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী। তিনি সকল প্রকার হীনতা, সংকীর্ণতা, সাম্প্রদায়িকতা ও অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয় কামনা করেন।

এসময় সরস্বতী পূজা উপলক্ষ্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সত্য, সুন্দর, সৌহার্দ্য, সম্প্রীতি ও জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।