ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কারিগরি শিক্ষকদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:২৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
  • / 118
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান বলেছেন, ২০২৩ সালের মধ্যে দেশের কারিগরি শিক্ষকদের দক্ষতা লেভেল ৬-এ উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ ধারাবাহিকতায় মানসম্পন্ন শিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

বুধবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষকদের দক্ষতাভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মো. আমিনুল ইসলাম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. হেলাল উদ্দিন।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টির্চাস ট্রেনিং কলেজ এবং ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ২য় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে মোট ১৬১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

বিষয়ভিত্তিক এ প্রশিক্ষণে সরকারি, বেসরকারি ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট রিসোর্স পার্সনের তত্ত্বাবধায়নে হাতে কলমে ব্যবহারিক ক্লাসের আয়োজন করা হয়। এর আগে ১ম ব্যাচে ২৪৮ জন্য শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কারিগরি শিক্ষকদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার

আপডেট : ১২:২৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান বলেছেন, ২০২৩ সালের মধ্যে দেশের কারিগরি শিক্ষকদের দক্ষতা লেভেল ৬-এ উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ ধারাবাহিকতায় মানসম্পন্ন শিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

বুধবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষকদের দক্ষতাভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মো. আমিনুল ইসলাম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. হেলাল উদ্দিন।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টির্চাস ট্রেনিং কলেজ এবং ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ২য় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে মোট ১৬১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

বিষয়ভিত্তিক এ প্রশিক্ষণে সরকারি, বেসরকারি ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট রিসোর্স পার্সনের তত্ত্বাবধায়নে হাতে কলমে ব্যবহারিক ক্লাসের আয়োজন করা হয়। এর আগে ১ম ব্যাচে ২৪৮ জন্য শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেন।