ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

১ নভেম্বর থেকে টিকা পাবে ১২-১৭ বছরের শিক্ষার্থীরা  

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • / 105
স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ঢাকায় ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে আগামী ১ নভেম্বর।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য তালিকা শেষের দিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের তালিকা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, সেই তালিকা আমরা আইসিটি মন্ত্রণালয়কে দিয়েছি। উনারাও সবকিছু সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে দিয়েছেন।

স্কুলশিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, সারাদেশেই আমরা স্কুলের ছেলে-মেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্র থেকে টিকা দেওয়া হবে।

ঢাকার বাইরে টিকা কার্যক্রম শুরু করতে একটু সময় লাগবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সবকিছু তো আমাদের হাতে নেই। শিক্ষা মন্ত্রণালয় তালিকা তৈরি করছে। সেই তালিকায় আমরা আবার আইসিটি মন্ত্রণালয়ে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১ নভেম্বর থেকে টিকা পাবে ১২-১৭ বছরের শিক্ষার্থীরা  

আপডেট : ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ঢাকায় ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে আগামী ১ নভেম্বর।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য তালিকা শেষের দিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের তালিকা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, সেই তালিকা আমরা আইসিটি মন্ত্রণালয়কে দিয়েছি। উনারাও সবকিছু সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে দিয়েছেন।

স্কুলশিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, সারাদেশেই আমরা স্কুলের ছেলে-মেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্র থেকে টিকা দেওয়া হবে।

ঢাকার বাইরে টিকা কার্যক্রম শুরু করতে একটু সময় লাগবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সবকিছু তো আমাদের হাতে নেই। শিক্ষা মন্ত্রণালয় তালিকা তৈরি করছে। সেই তালিকায় আমরা আবার আইসিটি মন্ত্রণালয়ে পাঠায়।