ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইবির আরেক শিক্ষার্থী বহিষ্কার

ইবি প্রতিনিধি
  • আপডেট : ০৮:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
  • / 164
মহাসড়কে ছিনতাই ও অস্ত্র হাতে ক্যাম্পাসে মহড়া দেয়ার ঘটনায় আল আমিন নামের আরেক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

শনিবার প্রক্টরিয়াল বডির জরুরি সভার সুপারিশক্রমে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। আল আমিন বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ নেতা শাহজালাল সোহাগের কর্মী। তিনি নওগাঁর মহাদেবপুর থানার কালনা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

জানা যায়, গত সোমবার দিবাগত রাতে প্রধান ফটকে ট্রাকচালকের কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনতাই করেন ইবি শিক্ষার্থী কাব্য ও আল আমিন। এ ঘটনায় বুধবার (২০ জুলাই) কাব্যকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে এ ঘটনা তদন্তের জন্য শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে আজ শনিবার কাব্যের সহযোগী আল আমিনকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া পূর্বে গঠিত তদন্ত কমিটিকে এ বিষয়ে তদন্তের দায়িত্ব প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইবির আরেক শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৮:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
মহাসড়কে ছিনতাই ও অস্ত্র হাতে ক্যাম্পাসে মহড়া দেয়ার ঘটনায় আল আমিন নামের আরেক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

শনিবার প্রক্টরিয়াল বডির জরুরি সভার সুপারিশক্রমে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। আল আমিন বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ নেতা শাহজালাল সোহাগের কর্মী। তিনি নওগাঁর মহাদেবপুর থানার কালনা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

জানা যায়, গত সোমবার দিবাগত রাতে প্রধান ফটকে ট্রাকচালকের কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনতাই করেন ইবি শিক্ষার্থী কাব্য ও আল আমিন। এ ঘটনায় বুধবার (২০ জুলাই) কাব্যকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে এ ঘটনা তদন্তের জন্য শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে আজ শনিবার কাব্যের সহযোগী আল আমিনকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া পূর্বে গঠিত তদন্ত কমিটিকে এ বিষয়ে তদন্তের দায়িত্ব প্রদান করা হয়।