ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল, থাকবে ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৫:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • / 83
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারটি ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে আগামী ২৯ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরুর সুপারিশ করা হয়েছে। যা এতদিন পাঁচটি ইউনিটের অধীনে হয়ে এসেছে।

বৃহস্পতিবার ঢাবির সাধারণ ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, সুপারিশ অনুযায়ী চারুকলা ইউনিটে ২৯ এপ্রিল ভর্তি যুদ্ধ শুরু হব। এ ছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ৬ মে, বিজ্ঞান ইউনিটে ১২ মে এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ১৩ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর আগামী ২৯ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরুর সুপারিশ করা হয়েছে। তবে এটি আগামী ৩০ জানুয়ারি একাডেমিক ভর্তি পরীক্ষার সভায় চূড়ান্ত হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আন্তর্জাতিকভাবে মিল রেখে এবার আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করব। আগে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হতো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল, থাকবে ৪ ইউনিট

আপডেট : ০৫:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারটি ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে আগামী ২৯ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরুর সুপারিশ করা হয়েছে। যা এতদিন পাঁচটি ইউনিটের অধীনে হয়ে এসেছে।

বৃহস্পতিবার ঢাবির সাধারণ ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, সুপারিশ অনুযায়ী চারুকলা ইউনিটে ২৯ এপ্রিল ভর্তি যুদ্ধ শুরু হব। এ ছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ৬ মে, বিজ্ঞান ইউনিটে ১২ মে এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ১৩ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর আগামী ২৯ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরুর সুপারিশ করা হয়েছে। তবে এটি আগামী ৩০ জানুয়ারি একাডেমিক ভর্তি পরীক্ষার সভায় চূড়ান্ত হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আন্তর্জাতিকভাবে মিল রেখে এবার আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করব। আগে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হতো।