ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মীকে চাকুরীচ্যুত এবং বিচারের দাবিতে ডুয়েটে বিক্ষোভ মিছিল।
- আপডেট : ০৩:৪৯:৫৮ অপরাহ্ন, সোমাবার, ৭ অক্টোবর ২০২৪
- / 47
লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম এক ফেসবুক পোষ্টে জুলাই অভ্যাত্থানের প্রথম শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দেয় এবং একই পোষ্টে জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে গনহত্যাকে অস্বীকার করেন। এছাড়া তিনি প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
তাপসী তাবাসসুমে ফেসবুক পোষ্ট সকলের নজরে আসার পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় ৭ ই অক্টোবর সন্ধ্যা ৭:১৫ মিনিটে ডুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ডুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডুয়েটের মেইন গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ শাহজালাল ।
তিনি বলেন, তাপসী তাবাসসুম দেড় হাজার মানুষকে যারা শহীদ করেছে তাদের পক্ষ হয়ে কথা বলতেছে। এদেশে শহীদ আবু সাঈদের বিরুদ্ধে কথা বলা মানে জুলাই বিপ্লবের দেড় হাজার শহীদের বিরুদ্ধে কথা বলা। উর্মি যদি মনে করে এরকম মিথ্যাচারের মাধ্যমে আওমী ফ্যাসিবাদ আবার ফিরিয়ে আনবেন তাহলে তিনি যেন তা ভুলে যান।
ঐ শিক্ষার্থী তার বক্তব্যে উর্মির মত গণহত্যাকারী সকল দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান। বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য দেন ডুয়েটে মেধাবী শিক্ষার্থী জামিল। তিনি বলেন ডুয়েট ক্যাম্পাসের অভ্যন্তরে এখনও ফ্যাসিবাদের দোষরেরা ঘুরে বেড়াচ্ছে।
ইতিপূর্বে ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতন সহ নানা অপরাধে যারা যুক্ত ছিল তাদের ক্যাম্পাসে কোন ঠাঁই হবে না। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত অপরাধীদের বিচার না করে তাহলে যা ঘটবে তার দায় ডুয়েট প্রশাসনের। মিছিল শেষে শহীদ আবরার ফাহাদ সহ বৈষম্যবিরোধী আন্দোলনের সকল শহীদদের জন্য ডুয়েট কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষনা দেয়া হয়।
উল্লেখ, ইতিমধ্যে তাপসীকে ওএসডির আদেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রনালয়।