ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

খোলা মাঠে তাবু টানিয়ে প্রাথমিকের ক্লাস নেয়ার প্রস্তুতি

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • / 97

পটুয়াখালীর কলাপাড়া

১২ সেপ্টেম্বর থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তে পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদানের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থীরাও। তবে জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পাঠদান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষকরা।

এদিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৬ নং আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা একের পর এক ধ্বসে পড়ায় দুঃশ্চিন্তায় পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তাই বুধবার বিকেলে শিক্ষক-অভিভাবকদের জরুরি সভায় খোলা মাঠে তাবু টানিয়ে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় ম্যানেজিং কমিটিসহ অভিভাবক, শিক্ষকবৃন্দ।

বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। গত ৭ সেপ্টেম্বর হঠাৎ করে বিদ্যালয়ের জলছাদের অনেকাংশ ধ্বসে পড়ে। দেয়ালের অনেক জায়গায় ফাটল ধরেছে। বর্তমানে স্কুলের ভবনটিতে কোমলমতি ছাত্রছাত্রীদের পাঠদান সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ।

আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান বলেন, বিদ্যালয়ের মূল ভবনটি ব্যবহরের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। বিদ্যালয় ভবন যে কোনো সময় ধ্বসে গিয়ে শিক্ষকসহ কোমলমতি ছাত্রছাত্রীদের জীবননাশের হুমকি হতে পারে। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার জানান, খবর পেয়েছি। আমরা ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। একইসাথে বরাদ্দ চেয়ে প্রস্তাবনাও পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খোলা মাঠে তাবু টানিয়ে প্রাথমিকের ক্লাস নেয়ার প্রস্তুতি

আপডেট : ০১:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
১২ সেপ্টেম্বর থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তে পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদানের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থীরাও। তবে জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পাঠদান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষকরা।

এদিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৬ নং আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা একের পর এক ধ্বসে পড়ায় দুঃশ্চিন্তায় পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তাই বুধবার বিকেলে শিক্ষক-অভিভাবকদের জরুরি সভায় খোলা মাঠে তাবু টানিয়ে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় ম্যানেজিং কমিটিসহ অভিভাবক, শিক্ষকবৃন্দ।

বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। গত ৭ সেপ্টেম্বর হঠাৎ করে বিদ্যালয়ের জলছাদের অনেকাংশ ধ্বসে পড়ে। দেয়ালের অনেক জায়গায় ফাটল ধরেছে। বর্তমানে স্কুলের ভবনটিতে কোমলমতি ছাত্রছাত্রীদের পাঠদান সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ।

আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান বলেন, বিদ্যালয়ের মূল ভবনটি ব্যবহরের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। বিদ্যালয় ভবন যে কোনো সময় ধ্বসে গিয়ে শিক্ষকসহ কোমলমতি ছাত্রছাত্রীদের জীবননাশের হুমকি হতে পারে। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার জানান, খবর পেয়েছি। আমরা ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। একইসাথে বরাদ্দ চেয়ে প্রস্তাবনাও পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।