ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষোভ ঝাড়লেন শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৩৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • / 86
দীর্ঘ প্রায় দেড় বছর পর স্কুল খোলার প্রথম দিনে অব্যবস্থাপনা দেখে ক্ষোভ ঝেড়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিদর্শনে এসে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী। একপর্যায়ে বিভিন্ন অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

স্কুলের একটি সিড়ি দেখিয়ে প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, টাকার দারিদ্য কাটিয়ে ওঠা যায়, কিন্তু মনের দারিদ্র কাটিয়ে ওঠা যায় না।

এ সময় মন্ত্রী স্কুলের শহীদ মিনারের পাশে একটি টবে পানি জমে থাকায় উস্মা প্রকাশ করে বলেন, এগুলো কি? আপনারা এই বিষয়গুলো খেয়াল করেন না কেন?

স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বিদ্যালয়ের চলমান কাজের দোহাই দিলে মন্ত্রী বলেন, প্লিজ আপনি এসব কথা আমাকে বলবেন না। আমি আগামী কাল লোক পাঠাবো আজকের মধ্যেই এগুলো শেষ করবেন।

এ সময় দীপু মনি স্কুল প্রাঙ্গণের করিডর দেখিয়ে বলেন, আপনাদেরকে যে নির্দেশনা দেয়া হয়েছে সেটার সঙ্গে এগুলোর তো মিল দেখছি না।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, এ স্কুলের ক্লাসরুমগুলো এবং আইসোলেশন রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। কিন্তু শিক্ষকদের রুমগুলো আরও গোছানো থাকা প্রয়োজন ছিল। তাপমাত্রা মাপা, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা এখানে আছে।

এর আগে রোববার সকালে শ্রেণিকক্ষে ময়লা পাওয়ায় আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও মাউশির এক কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। স্কুলটি পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার কারণে মন্ত্রী এমন নির্দেশ দেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের প্রমাণ পাওয়ার পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় বাড়ানো হয় ছুটির মেয়াদ। সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হয়ে। সর্বশেষ ৫৪৪ দিন পর রোববার সারাদেশের সব স্কুল-কলেজ একযোগে খুলে দিয়েছে সরকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্ষোভ ঝাড়লেন শিক্ষামন্ত্রী

আপডেট : ১২:৩৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
দীর্ঘ প্রায় দেড় বছর পর স্কুল খোলার প্রথম দিনে অব্যবস্থাপনা দেখে ক্ষোভ ঝেড়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিদর্শনে এসে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী। একপর্যায়ে বিভিন্ন অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

স্কুলের একটি সিড়ি দেখিয়ে প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, টাকার দারিদ্য কাটিয়ে ওঠা যায়, কিন্তু মনের দারিদ্র কাটিয়ে ওঠা যায় না।

এ সময় মন্ত্রী স্কুলের শহীদ মিনারের পাশে একটি টবে পানি জমে থাকায় উস্মা প্রকাশ করে বলেন, এগুলো কি? আপনারা এই বিষয়গুলো খেয়াল করেন না কেন?

স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বিদ্যালয়ের চলমান কাজের দোহাই দিলে মন্ত্রী বলেন, প্লিজ আপনি এসব কথা আমাকে বলবেন না। আমি আগামী কাল লোক পাঠাবো আজকের মধ্যেই এগুলো শেষ করবেন।

এ সময় দীপু মনি স্কুল প্রাঙ্গণের করিডর দেখিয়ে বলেন, আপনাদেরকে যে নির্দেশনা দেয়া হয়েছে সেটার সঙ্গে এগুলোর তো মিল দেখছি না।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, এ স্কুলের ক্লাসরুমগুলো এবং আইসোলেশন রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। কিন্তু শিক্ষকদের রুমগুলো আরও গোছানো থাকা প্রয়োজন ছিল। তাপমাত্রা মাপা, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা এখানে আছে।

এর আগে রোববার সকালে শ্রেণিকক্ষে ময়লা পাওয়ায় আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও মাউশির এক কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। স্কুলটি পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার কারণে মন্ত্রী এমন নির্দেশ দেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের প্রমাণ পাওয়ার পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় বাড়ানো হয় ছুটির মেয়াদ। সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হয়ে। সর্বশেষ ৫৪৪ দিন পর রোববার সারাদেশের সব স্কুল-কলেজ একযোগে খুলে দিয়েছে সরকার।