সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ‘এসআইবিএল’র বিজনেস পর্যালোচনা সভা গত ১২ ফেব্রুয়ারি প্রধান কার্যালয় হতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সভায় সভাপতিত্ব করেন।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ও আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক, মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ সহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং ব্যাংকের শাখাসমূহের ব্যবস্থাপকগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা এবং লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।