ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মীম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৩:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • / 90
গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচরে চাঞ্চল্যকর হাতুড়ি পেটায় নিহত সাজিদুল ইসলাম মীম (২২) হত্যা মামলার প্রধান আসামি সংগ্রামসহ অপর আসামি নিঝুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, মীম হত্যা মামলার পর থেকেই এজাহারনামীয় সকল আসামিরা দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র মামলার মূল আসামি মো.সংগ্রাম মোল্লা (২৪) পিতা মৃত আ বাছেদ মোল্লা এবং অপর আসামি মো. নিঝুম (২২) পিতা মৃত মহসিন রাজশাহী এলাকায় অবস্থান করছে।

পরবর্তীতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দীন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন এবং অন্যান্য ফোর্সসহ রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ইসমানিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নিয়ে গোয়ালগাঁও গ্রামের আ সাত্তার এর ছেলে সাজিদুল ইসলাম মীমকে (২২) হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে,পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা উভয়ে ঘটনার সাথে জড়িত ছিল মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে। ইতোমধ্যে এই মামলায় রাজিব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামি সংগ্রামের বিরুদ্ধে ৫টি মামলা আদালতে বিচারাধীন ও আসামি নিঝুমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মীম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ০৩:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচরে চাঞ্চল্যকর হাতুড়ি পেটায় নিহত সাজিদুল ইসলাম মীম (২২) হত্যা মামলার প্রধান আসামি সংগ্রামসহ অপর আসামি নিঝুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, মীম হত্যা মামলার পর থেকেই এজাহারনামীয় সকল আসামিরা দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র মামলার মূল আসামি মো.সংগ্রাম মোল্লা (২৪) পিতা মৃত আ বাছেদ মোল্লা এবং অপর আসামি মো. নিঝুম (২২) পিতা মৃত মহসিন রাজশাহী এলাকায় অবস্থান করছে।

পরবর্তীতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দীন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন এবং অন্যান্য ফোর্সসহ রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ইসমানিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নিয়ে গোয়ালগাঁও গ্রামের আ সাত্তার এর ছেলে সাজিদুল ইসলাম মীমকে (২২) হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে,পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা উভয়ে ঘটনার সাথে জড়িত ছিল মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে। ইতোমধ্যে এই মামলায় রাজিব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামি সংগ্রামের বিরুদ্ধে ৫টি মামলা আদালতে বিচারাধীন ও আসামি নিঝুমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।