ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

তীব্র স্রোতে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ‍

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:০৭:২৬ অপরাহ্ন, সোমাবার, ১১ অক্টোবর ২০২১
  • / 75
তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি। সোমবার বেলা সাড়ে ১২টায় এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ স্রোতের মধ্যে ফেরি পরিচালনা করলে দুর্ঘটনার আশঙ্কা আছে। তাছাড়া পদ্মাসেতুর পিলারে ধাক্কা লাগারও আশঙ্কা আছে।

সর্বশেষ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি।

মো. শফিকুল ইসলাম বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ৫টি মিডিয়াম ফেরি শুধু দিনের বেলা চলাচল করছিল। কিন্তু, বেলা সাড়ে ১২টায় পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

তিনি আরও বলেন, ঘাট এলাকায় মাইকিং করে সবাইকে ফিরে যাওয়ার জন্য বলা হচ্ছে। অনেক গাড়ি ঘাট ত্যাগ করছে। ঘাটে বর্তমানে পারের অপেক্ষায় গাড়ি নেই। পরিস্থিতি কখন ফেরি চলাচলের জন্য অনুকূল হবে তা বলা যাচ্ছে না।

মাদারীপুরের বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, ঘাটে পারাপারের অপেক্ষায় গাড়ি নেই। যেগুলো ছিল সেগুলো ফেরি বন্ধের ঘোষণা পেয়ে চলে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তীব্র স্রোতে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ‍

আপডেট : ০২:০৭:২৬ অপরাহ্ন, সোমাবার, ১১ অক্টোবর ২০২১
তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি। সোমবার বেলা সাড়ে ১২টায় এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ স্রোতের মধ্যে ফেরি পরিচালনা করলে দুর্ঘটনার আশঙ্কা আছে। তাছাড়া পদ্মাসেতুর পিলারে ধাক্কা লাগারও আশঙ্কা আছে।

সর্বশেষ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি।

মো. শফিকুল ইসলাম বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ৫টি মিডিয়াম ফেরি শুধু দিনের বেলা চলাচল করছিল। কিন্তু, বেলা সাড়ে ১২টায় পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

তিনি আরও বলেন, ঘাট এলাকায় মাইকিং করে সবাইকে ফিরে যাওয়ার জন্য বলা হচ্ছে। অনেক গাড়ি ঘাট ত্যাগ করছে। ঘাটে বর্তমানে পারের অপেক্ষায় গাড়ি নেই। পরিস্থিতি কখন ফেরি চলাচলের জন্য অনুকূল হবে তা বলা যাচ্ছে না।

মাদারীপুরের বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, ঘাটে পারাপারের অপেক্ষায় গাড়ি নেই। যেগুলো ছিল সেগুলো ফেরি বন্ধের ঘোষণা পেয়ে চলে যাচ্ছে।