ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শ্যালিকার আপত্তিকর ছবি ছেলে পক্ষকে দেখালেন দুলাভাই!

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:০৮:১৯ অপরাহ্ন, সোমাবার, ১১ অক্টোবর ২০২১
  • / 83
সুনামগঞ্জের ছাতকে শ্যালিকার আপত্তিকর ছবি দেখিয়ে বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগে উঠেছে দুলাভাই মো. শেখ আজিজুল হাকিমের (৩০) বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলায় সুনামগঞ্জ আদালতের মাধ্যমে অভিযুক্ত আজিজুল হাকিমকে কারাগারে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দক্ষিণ গড়গাঁও গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে অভিযুক্ত আজিজুল হাকিম।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নে কৈতক গ্রামে এক কিশোরীকে বিয়ের পর থেকেই সে শ্বশুর বাড়িতে থাকেন আজিজুল হাকিম। এক পর্যায়ে ১৮ বছর বয়সী শ্যালিকার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেন। স্মার্টফোন ইমুর মাধ্যমে ভিডিও কলে শ্যালিকার সঙ্গে কথা বলতেন আজিজুল হাকিম। একপর্যায়ে আজিজুল হাকিম স্ক্রিনশটের মাধ্যমে শ্যালিকার আপত্তিকর ছবি সংরক্ষণ করেন। সম্প্রতি বিয়ের ব্যাপারে কথা বলতে আজিজুল হাকিম শ্যালিকার আপত্তিকর ছবি ছেলে পক্ষকে দেখান। এরপরই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে ছেলে পক্ষ।

শনিবার রাতে এ ঘটনায় আজিজুল হাকিমের সম্বন্ধী(স্ত্রীর বড় ভাই) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরই আজিজুল হাকিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা নথিভুক্ত করা হয়। ঐ দিন রাতেই উপ-পরিদর্শক শাহিন হোসেন ও মো. মহিন উদ্দিনের নেতৃত্বে অভিযুক্ত আজিজুলকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্যালিকার আপত্তিকর ছবি ছেলে পক্ষকে দেখালেন দুলাভাই!

আপডেট : ০২:০৮:১৯ অপরাহ্ন, সোমাবার, ১১ অক্টোবর ২০২১
সুনামগঞ্জের ছাতকে শ্যালিকার আপত্তিকর ছবি দেখিয়ে বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগে উঠেছে দুলাভাই মো. শেখ আজিজুল হাকিমের (৩০) বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলায় সুনামগঞ্জ আদালতের মাধ্যমে অভিযুক্ত আজিজুল হাকিমকে কারাগারে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দক্ষিণ গড়গাঁও গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে অভিযুক্ত আজিজুল হাকিম।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নে কৈতক গ্রামে এক কিশোরীকে বিয়ের পর থেকেই সে শ্বশুর বাড়িতে থাকেন আজিজুল হাকিম। এক পর্যায়ে ১৮ বছর বয়সী শ্যালিকার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেন। স্মার্টফোন ইমুর মাধ্যমে ভিডিও কলে শ্যালিকার সঙ্গে কথা বলতেন আজিজুল হাকিম। একপর্যায়ে আজিজুল হাকিম স্ক্রিনশটের মাধ্যমে শ্যালিকার আপত্তিকর ছবি সংরক্ষণ করেন। সম্প্রতি বিয়ের ব্যাপারে কথা বলতে আজিজুল হাকিম শ্যালিকার আপত্তিকর ছবি ছেলে পক্ষকে দেখান। এরপরই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে ছেলে পক্ষ।

শনিবার রাতে এ ঘটনায় আজিজুল হাকিমের সম্বন্ধী(স্ত্রীর বড় ভাই) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরই আজিজুল হাকিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা নথিভুক্ত করা হয়। ঐ দিন রাতেই উপ-পরিদর্শক শাহিন হোসেন ও মো. মহিন উদ্দিনের নেতৃত্বে অভিযুক্ত আজিজুলকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।