ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ যানজট

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৩:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • / 168

সংগৃহীত ছবি।

::রাজবাড়ী প্রতিনিধি::

২১ জেলার প্রবেশ দ্বাড় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি পারের অপেক্ষায় ৮ শতাধিক যানবাহন যানজটে আটকা পরেছে।

সকাল থেকে এ নৌরুটে যানজট দেখা গেছে, তবে দুপুরের পর থেকে যানজট আরো বেড়েছ। ৫নং ফেরিঘাট পন্টুন নস্ট জওয়ার মেরামত জনিত কারণে বন্ধ রাখা হয়। মাত্র তিনটি ঘাট সচল থাকার কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। নতুন ৭নং ফেরিঘাটসহ তিনটি সচল রয়েছে। এদিকে নদীতে স্রোত ও ঢেউ থাকায় ফেরি চলাচল ধীর গতিতে হওয়ায় যাবাহন পারাপাররে বিঘ্ন ঘটছে।

৩টি ফেরিঘাট গত দুই বছরে নদী গর্ভে বিলিনের কারণে এ পর্যন্ত সচল করতে পারেনি বিআইডব্লিউটিএ কতৃপক্ষ।

স্বল্প সংখ্যক ঘাট সচল ও ইয়াসের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া কেটে যাওয়ার পর যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে।

বিআইডব্লউটিসির সহকারী ব্যাবস্থাপক মোঃ খোরশেদ আলম জানান, ৫নং ফেরিঘাটি সমস্যার কারণে আজ এঘাটে যানবাহন পারাপার বন্ধ ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যনবাহনের জটলা দেখাদিয়েছে। আজ ১৭ টি ফেরি এ রুটে চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ যানজট

আপডেট : ০৩:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

::রাজবাড়ী প্রতিনিধি::

২১ জেলার প্রবেশ দ্বাড় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি পারের অপেক্ষায় ৮ শতাধিক যানবাহন যানজটে আটকা পরেছে।

সকাল থেকে এ নৌরুটে যানজট দেখা গেছে, তবে দুপুরের পর থেকে যানজট আরো বেড়েছ। ৫নং ফেরিঘাট পন্টুন নস্ট জওয়ার মেরামত জনিত কারণে বন্ধ রাখা হয়। মাত্র তিনটি ঘাট সচল থাকার কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। নতুন ৭নং ফেরিঘাটসহ তিনটি সচল রয়েছে। এদিকে নদীতে স্রোত ও ঢেউ থাকায় ফেরি চলাচল ধীর গতিতে হওয়ায় যাবাহন পারাপাররে বিঘ্ন ঘটছে।

৩টি ফেরিঘাট গত দুই বছরে নদী গর্ভে বিলিনের কারণে এ পর্যন্ত সচল করতে পারেনি বিআইডব্লিউটিএ কতৃপক্ষ।

স্বল্প সংখ্যক ঘাট সচল ও ইয়াসের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া কেটে যাওয়ার পর যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে।

বিআইডব্লউটিসির সহকারী ব্যাবস্থাপক মোঃ খোরশেদ আলম জানান, ৫নং ফেরিঘাটি সমস্যার কারণে আজ এঘাটে যানবাহন পারাপার বন্ধ ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যনবাহনের জটলা দেখাদিয়েছে। আজ ১৭ টি ফেরি এ রুটে চলাচল করছে।