ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

৫ ঘণ্টা পর রাজশাহী-পাবনা রুটে রেল চালু

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:২০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • / 96
পাবনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবার পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢালারচরগামী আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের এই সংঘর্ষ হয়। এতে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঈশ্বরদী থেকে বদলি ইঞ্জিন নিয়ে যাওয়া হয়। ঘটনার ৫ ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ট্রেন চলাচল শুরু হয়।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে মহেন্দ্রপুর রেলক্রসিংয়ে একটি ট্রাক রোড ডিভাইডারের উপর উঠে যায়। চালক চেষ্টা করেও ট্রাকটি নামাতে পারেননি। এ সময় পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রেনের সাথে ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পাবনা-রাজশাহী রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে বদলি ইঞ্জিন আনার পর সকাল সাড়ে ১০ টায় ট্রেন চলাচল আবার শুরু হয়।

স্টেশন মাস্টার মোস্তফা আলী রেজা বলেন, ট্রেন স্টেশন ছাড়ার পর তিনি গেট কিপারের ফোন পান। ষ্টেশন থেকে দুর্ঘটনাস্থল খুব নিকটে হওয়ায় ততক্ষণে আর চালককে মেসেজ দেয়া সম্ভব হয়নি। চালকও ট্রেনটি থামাতে পারেননি। এতে ট্রাক ও ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুছড়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঈশ্বরদী থেকে বদলি ইঞ্জিন নিয়ে যাওয়া হয়। ঘটনার ৫ ঘণ্টা পর সকাল সাড়ে ১০ টায় ট্রেন চলাচল শুরু হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় স্কুলশিক্ষক রফিকুল আলম রঞ্জু বলেন, ঘটনার পর রাস্তার দুই পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার পর যানজট কেটে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৫ ঘণ্টা পর রাজশাহী-পাবনা রুটে রেল চালু

আপডেট : ১১:২০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
পাবনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবার পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢালারচরগামী আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের এই সংঘর্ষ হয়। এতে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঈশ্বরদী থেকে বদলি ইঞ্জিন নিয়ে যাওয়া হয়। ঘটনার ৫ ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ট্রেন চলাচল শুরু হয়।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে মহেন্দ্রপুর রেলক্রসিংয়ে একটি ট্রাক রোড ডিভাইডারের উপর উঠে যায়। চালক চেষ্টা করেও ট্রাকটি নামাতে পারেননি। এ সময় পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রেনের সাথে ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পাবনা-রাজশাহী রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে বদলি ইঞ্জিন আনার পর সকাল সাড়ে ১০ টায় ট্রেন চলাচল আবার শুরু হয়।

স্টেশন মাস্টার মোস্তফা আলী রেজা বলেন, ট্রেন স্টেশন ছাড়ার পর তিনি গেট কিপারের ফোন পান। ষ্টেশন থেকে দুর্ঘটনাস্থল খুব নিকটে হওয়ায় ততক্ষণে আর চালককে মেসেজ দেয়া সম্ভব হয়নি। চালকও ট্রেনটি থামাতে পারেননি। এতে ট্রাক ও ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুছড়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঈশ্বরদী থেকে বদলি ইঞ্জিন নিয়ে যাওয়া হয়। ঘটনার ৫ ঘণ্টা পর সকাল সাড়ে ১০ টায় ট্রেন চলাচল শুরু হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় স্কুলশিক্ষক রফিকুল আলম রঞ্জু বলেন, ঘটনার পর রাস্তার দুই পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার পর যানজট কেটে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।