ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যরাতে কবর খুঁড়ে তিন কঙ্কাল চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৪৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • / 92
জামালপুরে কবরস্থানের কবর খুঁড়ে তিনটি কঙ্কাল চুরি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নাকাটি গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, চুরি যাওয়া লাশগুলো নাকাটি গ্রামের মৃত নায়েব আলী, আবু ছামা ও বেলাল উদ্দিনের। ৭-৮ মাস আগে মারা গেলে এ কবরস্থানে তাদের দাফন করা হয়।

কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য সৈয়দুর রহমান কালু জানান, ২০১৭ সালে নাকাটি গ্রামের রেললাইনের পাশে গড়ে তোলা হয় কবরস্থানটি। এখানে প্রায় ৩০টি কবর রয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ৩টি কবরের মাটি খুঁড়া ও ৩টি কঙ্কাল উধাও দেখতে পান। সোমবার মধ্যরাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে বলে ধারণা করেছেন তিনি।

এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বাকি কবরগুলোর নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছেন স্বজনরা।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধ্যরাতে কবর খুঁড়ে তিন কঙ্কাল চুরি

আপডেট : ০১:৪৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
জামালপুরে কবরস্থানের কবর খুঁড়ে তিনটি কঙ্কাল চুরি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নাকাটি গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, চুরি যাওয়া লাশগুলো নাকাটি গ্রামের মৃত নায়েব আলী, আবু ছামা ও বেলাল উদ্দিনের। ৭-৮ মাস আগে মারা গেলে এ কবরস্থানে তাদের দাফন করা হয়।

কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য সৈয়দুর রহমান কালু জানান, ২০১৭ সালে নাকাটি গ্রামের রেললাইনের পাশে গড়ে তোলা হয় কবরস্থানটি। এখানে প্রায় ৩০টি কবর রয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ৩টি কবরের মাটি খুঁড়া ও ৩টি কঙ্কাল উধাও দেখতে পান। সোমবার মধ্যরাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে বলে ধারণা করেছেন তিনি।

এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বাকি কবরগুলোর নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছেন স্বজনরা।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।