ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযান: পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • / 148
রংপুরের হারাগাছা পৌরসভায় মাদকবিরোধী অভিযান ঘিরে সোমবার রাতে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় একজনের মৃত্যুর অভিযোগে থানা হামলা ও ভাঙচুর করে এলাকাবাসী।

পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যেহেতু থানায় আক্রমণ হয়েছে এবং ভাঙচুর হয়েছে, তাই এটার জন্য লিগ্যাল প্রক্রিয়ায় মামলা হবে। এর জন্য বিভাগীয় তদন্ত হবে। এছাড়া নিহত ব্যক্তির বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

পৌরবাসীর অভিযোগ, রাতে থানায় নিয়ে নির্যাতনে কারণে তাজুল ইসলামের (৫২) মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে হারাগাছা থানা ঘেরাও ও ভাঙচুর করে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়ে আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে পুলিশের দাবি, অভিযানের সময় দৌঁড়ে পালাতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান তাজুল ইসলাম।

রংপুর হারাগাছা পৌরসভার মেয়র এরশাদুল হক জানান, এটি একটি অপ্রত্যাশিত ঘটনা, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাই পৌরবাসীকে ধৈর্য রাখতে এবং শান্ত থাকার অনুরোধ জানান তিনি।

সংঘর্ষের ঘটনায় এখন পযর্ন্ত দুটি মামলা করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদকবিরোধী অভিযান: পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ০১:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
রংপুরের হারাগাছা পৌরসভায় মাদকবিরোধী অভিযান ঘিরে সোমবার রাতে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় একজনের মৃত্যুর অভিযোগে থানা হামলা ও ভাঙচুর করে এলাকাবাসী।

পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যেহেতু থানায় আক্রমণ হয়েছে এবং ভাঙচুর হয়েছে, তাই এটার জন্য লিগ্যাল প্রক্রিয়ায় মামলা হবে। এর জন্য বিভাগীয় তদন্ত হবে। এছাড়া নিহত ব্যক্তির বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

পৌরবাসীর অভিযোগ, রাতে থানায় নিয়ে নির্যাতনে কারণে তাজুল ইসলামের (৫২) মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে হারাগাছা থানা ঘেরাও ও ভাঙচুর করে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়ে আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে পুলিশের দাবি, অভিযানের সময় দৌঁড়ে পালাতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান তাজুল ইসলাম।

রংপুর হারাগাছা পৌরসভার মেয়র এরশাদুল হক জানান, এটি একটি অপ্রত্যাশিত ঘটনা, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাই পৌরবাসীকে ধৈর্য রাখতে এবং শান্ত থাকার অনুরোধ জানান তিনি।

সংঘর্ষের ঘটনায় এখন পযর্ন্ত দুটি মামলা করেছে পুলিশ।