ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

স্কুলপ্রাঙ্গণে পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:১০:৫৪ পূর্বাহ্ন, সোমাবার, ৮ নভেম্বর ২০২১
  • / 85
চুয়াডাঙ্গা পৌর এলাকায় স্কুলপ্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তপুকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এর মধ্যে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানায়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত শিহাবকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৭ জনের নাম উল্লেখসহ ৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তাদের মধ্যে সুমন ওরফে রগকাটা সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে। ওসি মোহাম্মদ মহসীন জানান, মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটেছে সামনে রেখে তদন্ত চলছে। এর মধ্যে নির্দিষ্ট কয়েকটি বিষয় আমাদের মাথায় আছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্কুলপ্রাঙ্গণে পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, ৭ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১১:১০:৫৪ পূর্বাহ্ন, সোমাবার, ৮ নভেম্বর ২০২১
চুয়াডাঙ্গা পৌর এলাকায় স্কুলপ্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তপুকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এর মধ্যে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানায়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত শিহাবকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৭ জনের নাম উল্লেখসহ ৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তাদের মধ্যে সুমন ওরফে রগকাটা সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে। ওসি মোহাম্মদ মহসীন জানান, মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটেছে সামনে রেখে তদন্ত চলছে। এর মধ্যে নির্দিষ্ট কয়েকটি বিষয় আমাদের মাথায় আছে।’