ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অক্সিজেন খুলে ফেলায় রোগীর মৃত্যু, তদন্তে কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • / 72
বকশিস ৫০ টাকা কম পাওয়ায় ওয়ার্ড বয় অক্সিজেন মাক্স খুলে দেয়ায় রোগীর মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ‘তদন্ত কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’

ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমরা হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য মাঝে মধ্যে দৈনিক মজুরির চুক্তিতে লোক নিয়ে থাকি। অভিযুক্ত ব্যক্তিও সে রকম একজন কর্মী। এ বিষয়ে যদিও লিখিত কোনো অভিযোগ আমরা এখনো পাইনি এরপরও আমাদের নজরে আসায় আমরা ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মতিন আলী আকন্দকে প্রধান ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ওই ওয়ার্ড বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন বলেন, ‘গতকাল রাতেই অভিযুক্ত ওয়ার্ড বয় দুলুর নাম ঠিকানা রোগীর স্বজনদের কাছে দিয়েছি। তাদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু তারা এখনও অভিযোগ দেননি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। এরপরও আমরা তাকে আটকের চেষ্টা করছি।

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১১টা দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বকশিশ ৫০ টাকা কম দেয়ায় সড়ক ‍দুর্ঘটনায় গুরুতর আহত রোগীর অক্সিজেন মাক্স খুলে দেয়ায় অভিযোগ উঠে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। ঘটনার পরপরই হাসপাতালের আনসারদের সহযোগিতায় ওই ওয়ার্ডবয় পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অক্সিজেন খুলে ফেলায় রোগীর মৃত্যু, তদন্তে কমিটি

আপডেট : ১২:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
বকশিস ৫০ টাকা কম পাওয়ায় ওয়ার্ড বয় অক্সিজেন মাক্স খুলে দেয়ায় রোগীর মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ‘তদন্ত কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’

ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমরা হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য মাঝে মধ্যে দৈনিক মজুরির চুক্তিতে লোক নিয়ে থাকি। অভিযুক্ত ব্যক্তিও সে রকম একজন কর্মী। এ বিষয়ে যদিও লিখিত কোনো অভিযোগ আমরা এখনো পাইনি এরপরও আমাদের নজরে আসায় আমরা ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মতিন আলী আকন্দকে প্রধান ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ওই ওয়ার্ড বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন বলেন, ‘গতকাল রাতেই অভিযুক্ত ওয়ার্ড বয় দুলুর নাম ঠিকানা রোগীর স্বজনদের কাছে দিয়েছি। তাদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু তারা এখনও অভিযোগ দেননি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। এরপরও আমরা তাকে আটকের চেষ্টা করছি।

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১১টা দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বকশিশ ৫০ টাকা কম দেয়ায় সড়ক ‍দুর্ঘটনায় গুরুতর আহত রোগীর অক্সিজেন মাক্স খুলে দেয়ায় অভিযোগ উঠে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। ঘটনার পরপরই হাসপাতালের আনসারদের সহযোগিতায় ওই ওয়ার্ডবয় পালিয়ে যায়।