ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

যুবলীগ নেতাকে গুলি করা সেই আওয়ামী লীগ নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • / 115
পিরোজপুর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করায় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার দুপুরে তাকে সরাসরি বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ এ কে এম এ আউয়াল।

জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার স্বাক্ষরিত অব্যাহতি পত্রে বলা হয়, আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলাবিধি ও গঠনতন্ত্র অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের সকল ধরনের পদ-পদবী থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

বহিষ্কারের কারণ হিসেবে অব্যাহতি পত্রে উল্লেখ হয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত ২য় ধাপের ইউপি নির্বাচনে শংকরপাশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়া।

অব্যাহতি পত্রে বহিষ্কারের কারণ হিসেবে আরও উল্লেখ করা হয়েছে, তিনি যুবলীগ পিরোজপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভকে সরাসরি গুলি করে আহত করেছেন। শুভ এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুবলীগ নেতাকে গুলি করা সেই আওয়ামী লীগ নেতা বহিষ্কার

আপডেট : ০১:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
পিরোজপুর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করায় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার দুপুরে তাকে সরাসরি বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ এ কে এম এ আউয়াল।

জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার স্বাক্ষরিত অব্যাহতি পত্রে বলা হয়, আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলাবিধি ও গঠনতন্ত্র অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের সকল ধরনের পদ-পদবী থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

বহিষ্কারের কারণ হিসেবে অব্যাহতি পত্রে উল্লেখ হয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত ২য় ধাপের ইউপি নির্বাচনে শংকরপাশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়া।

অব্যাহতি পত্রে বহিষ্কারের কারণ হিসেবে আরও উল্লেখ করা হয়েছে, তিনি যুবলীগ পিরোজপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভকে সরাসরি গুলি করে আহত করেছেন। শুভ এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।