ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে হামলার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৪৪:১৬ অপরাহ্ন, সোমাবার, ১৫ নভেম্বর ২০২১
  • / 143
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়ন নির্বাচনে পরাজিত হয়ে প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিত এবং পোলিং এজেন্ট, বিজয়ী প্রার্থীর ওপর হামলা, ভোটকেন্দ্র ভাঙচুর ও ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার ঘটনায় ১২ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য মো. রাজু শিকদারের ছোট ভাই রোমান শিকদার বাদী হয়ে রোববার রাতে এ মামলা দায়ের করেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ ফিরোজ আলম সোমবার বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলার পুইশুর ৯নং ওয়ার্ড ইউপি সদস্য হিসেবে মো. রাজু শিকদারকে বিজয়ী ঘোষণা করে ফল ঘোষণা করা হয়।

এতে পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী সেলিম মোল্যা ক্ষিপ্ত হয়ে তার সমর্তকদের নিয়ে ধারালো রামদা, লোহার রড ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে ৯নং ওয়ার্ড ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পোলিং এজেন্ট এস এম আব্দুল্লাহ, সাইফুল সরদার এবং বিজয়ী ইউপি সদস্য মো. রাজু শিকদারের ওপর হামলা চালিয়ে আহত করে। আহতরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, এ ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন মামলা দায়ের হয়নি।

ওই কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘নির্বাচনে পুইশুর ৯নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী সেলিম মোল্যা ২ ভোটের ব্যবধানে পরাজিত হন। তিনি এ ফল প্রত্যাখ্যান করে পুনরায় আরও দু’বার ভোট গণনা করান। তাতেও জয়ী না হতে পেরে তিনি ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে ভোটকেন্দ্র ঘিরে ফেলেন এবং ভোট কেন্দ্রের টিনের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। বাঁধা দিতে গেলে আমাকে লাঞ্ছিত ও দায়িত্বরত পুলিশ, পোলিং এজেন্টদের ওপর হামলা চালায়।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিত, পোলিং এজেন্টকে মারধর ও ভোটকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের কথা বলা হয়েছে। তবে বিজয়ী ইউপি সদস্যের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। যেহেতু মামলা হয়েছে সেহেতু এটি কঠোরভাবে তদারকি করা হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোটকেন্দ্রে হামলার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১২:৪৪:১৬ অপরাহ্ন, সোমাবার, ১৫ নভেম্বর ২০২১
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়ন নির্বাচনে পরাজিত হয়ে প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিত এবং পোলিং এজেন্ট, বিজয়ী প্রার্থীর ওপর হামলা, ভোটকেন্দ্র ভাঙচুর ও ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার ঘটনায় ১২ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য মো. রাজু শিকদারের ছোট ভাই রোমান শিকদার বাদী হয়ে রোববার রাতে এ মামলা দায়ের করেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ ফিরোজ আলম সোমবার বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলার পুইশুর ৯নং ওয়ার্ড ইউপি সদস্য হিসেবে মো. রাজু শিকদারকে বিজয়ী ঘোষণা করে ফল ঘোষণা করা হয়।

এতে পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী সেলিম মোল্যা ক্ষিপ্ত হয়ে তার সমর্তকদের নিয়ে ধারালো রামদা, লোহার রড ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে ৯নং ওয়ার্ড ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পোলিং এজেন্ট এস এম আব্দুল্লাহ, সাইফুল সরদার এবং বিজয়ী ইউপি সদস্য মো. রাজু শিকদারের ওপর হামলা চালিয়ে আহত করে। আহতরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, এ ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন মামলা দায়ের হয়নি।

ওই কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘নির্বাচনে পুইশুর ৯নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী সেলিম মোল্যা ২ ভোটের ব্যবধানে পরাজিত হন। তিনি এ ফল প্রত্যাখ্যান করে পুনরায় আরও দু’বার ভোট গণনা করান। তাতেও জয়ী না হতে পেরে তিনি ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে ভোটকেন্দ্র ঘিরে ফেলেন এবং ভোট কেন্দ্রের টিনের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। বাঁধা দিতে গেলে আমাকে লাঞ্ছিত ও দায়িত্বরত পুলিশ, পোলিং এজেন্টদের ওপর হামলা চালায়।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিত, পোলিং এজেন্টকে মারধর ও ভোটকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের কথা বলা হয়েছে। তবে বিজয়ী ইউপি সদস্যের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। যেহেতু মামলা হয়েছে সেহেতু এটি কঠোরভাবে তদারকি করা হবে।’