ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ছাদে নিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৯:৩১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • / 61
গাজীপুরের তারগাছ এলাকায় স্ত্রী জোনাকি আক্তারকে (২২) বাড়ির ছাদে নিয়ে গলা কেটে হত্যা করেছে তার স্বামী সুজন মিয়া (৩০)।

শুক্রবার রাত রাত পৌনে ৮ টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় এঘটনা ঘটে। নিহত জোনাকি আক্তার (২২), সুনামগঞ্জের দোয়ারা সদর বাজার এলাকার আব্দুল বারেকের মেয়ে।

নিহতের বাবা আব্দুল বারেক জানান, জোনাকি আক্তারের সঙ্গে প্রায় তিন বছর আগে রাজমিস্ত্রী সুজন মিয়ার বিয়ে হয়। তারা বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

সুজনও সেখানেই থাকতেন এবং এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। বেশ কিছুদিন ধরে সুজন-জোনাকির মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এরপর থেকে তারা আলাদা থাকতেন।

শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে স্বামী সুজন মিয়া জোনাকির সঙ্গে কথা আছে বলে তাকে ওই বাসার ৫ তলার ছাদে ডেকে নিয়ে যান। পরে সেখানে তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি ও ঝগড়া করার শব্দ পাওয়া গেছে।

এক পর্যায়ে স্বামী সুজন মিয়া ধারোলো অস্ত্র দিয়ে জোনাকির গলায় আঘাত করে পালিয়ে যায়। এসময় জোনাকির চিৎকারের শব্দ পেয়ে পরিবারের লোকজন ছাদে গিয়ে তাকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে জোনাকিকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য জোনাকির লাশ রাতেই টঙ্গী হাসপাতাল থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ। সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাদে নিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা

আপডেট : ০৯:৩১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
গাজীপুরের তারগাছ এলাকায় স্ত্রী জোনাকি আক্তারকে (২২) বাড়ির ছাদে নিয়ে গলা কেটে হত্যা করেছে তার স্বামী সুজন মিয়া (৩০)।

শুক্রবার রাত রাত পৌনে ৮ টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় এঘটনা ঘটে। নিহত জোনাকি আক্তার (২২), সুনামগঞ্জের দোয়ারা সদর বাজার এলাকার আব্দুল বারেকের মেয়ে।

নিহতের বাবা আব্দুল বারেক জানান, জোনাকি আক্তারের সঙ্গে প্রায় তিন বছর আগে রাজমিস্ত্রী সুজন মিয়ার বিয়ে হয়। তারা বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

সুজনও সেখানেই থাকতেন এবং এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। বেশ কিছুদিন ধরে সুজন-জোনাকির মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এরপর থেকে তারা আলাদা থাকতেন।

শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে স্বামী সুজন মিয়া জোনাকির সঙ্গে কথা আছে বলে তাকে ওই বাসার ৫ তলার ছাদে ডেকে নিয়ে যান। পরে সেখানে তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি ও ঝগড়া করার শব্দ পাওয়া গেছে।

এক পর্যায়ে স্বামী সুজন মিয়া ধারোলো অস্ত্র দিয়ে জোনাকির গলায় আঘাত করে পালিয়ে যায়। এসময় জোনাকির চিৎকারের শব্দ পেয়ে পরিবারের লোকজন ছাদে গিয়ে তাকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে জোনাকিকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য জোনাকির লাশ রাতেই টঙ্গী হাসপাতাল থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ। সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।