ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সহকর্মীদের হত্যা মামলার দ্রুত রায় চান আইনজীবীরা

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:৪০:১৬ পূর্বাহ্ন, সোমাবার, ২৯ নভেম্বর ২০২১
  • / 55
২৯ নভেম্বর (সোমবার) গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জেএমবির আত্মঘাতি বোমা হামলার ১৬তম বার্ষিকী উপলক্ষে সোমবার গাজীপুরে কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, নিহত আইজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মনজুর মোর্শেদ প্রিন্স জানান, ২০০৫ সালের এ দিন সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২নং হলরুমে জেএমবি জঙ্গি সংগঠনের আত্মঘাতি বোমা হামলায় ৪ আইনজীবী, ৪ বিচারপ্রার্থীসহ হামলাকারী জঙ্গি নিহত হয়। হামলায় আরও অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। পরে আহত অবস্থায় আরও একজন আইনজীবী মারা যান।

এ বোমা হামলায় নিহত আইনজীবীরা হলেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট গোলাম ফারুক অভি ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন মাখন।

নিহত বিচার প্রার্থীরা হলেন, আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম। আত্মঘাতি জঙ্গির নাম শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলাম।

এর দুইদিন পর ১ ডিসেম্বর দুপুরে আবারো জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের পাশে জেএমবি বোমা হামলা চালায়। এতে স্থানীয় কৃষি কর্মকর্তা আবুল কালাম সরকার নিহত এবং সাংবাদিক আমিনুল ইসলাম, বেলাল হোসেন, নজরুল ইসলাম বাদামীসহ ২৫ জন আহত হন। এদিন জেএমবির এক আত্মঘাতি সদস্য ফ্ল্যাক্স বোমা হামলা চালায়।

সোমবার সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করা হয়। আইনজীবী সমিতির চত্বরে নিহত আইনজীদের স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা আইনজীবি সমিতি, গাজীপুর জেলা জজশীপ ও বিজ্ঞ বিচারকবৃন্দ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

সমিতির সকল আইনজীবী কালোব্যাজ ধারণ করে শহরের বিভিন্ন সড়কে শোক র‌্যালি বের করেন। পরে দুপুরে সমিতি চত্বরে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আইনজীবী সমিতির চত্বরে সংগঠনের সভাপতি অ্যাড. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী মো. আলাউদ্দিন হোসেন, মো. নুরুল আমিন, মো. সুলতান উদ্দিন, আব্দুস সোবহান, মো. খালিদ হোসেন, সুদীপ কুমার চক্রবর্তী প্রমূখ ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সহকর্মীদের হত্যা মামলার দ্রুত রায় চান আইনজীবীরা

আপডেট : ১১:৪০:১৬ পূর্বাহ্ন, সোমাবার, ২৯ নভেম্বর ২০২১
২৯ নভেম্বর (সোমবার) গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জেএমবির আত্মঘাতি বোমা হামলার ১৬তম বার্ষিকী উপলক্ষে সোমবার গাজীপুরে কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, নিহত আইজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মনজুর মোর্শেদ প্রিন্স জানান, ২০০৫ সালের এ দিন সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২নং হলরুমে জেএমবি জঙ্গি সংগঠনের আত্মঘাতি বোমা হামলায় ৪ আইনজীবী, ৪ বিচারপ্রার্থীসহ হামলাকারী জঙ্গি নিহত হয়। হামলায় আরও অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। পরে আহত অবস্থায় আরও একজন আইনজীবী মারা যান।

এ বোমা হামলায় নিহত আইনজীবীরা হলেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট গোলাম ফারুক অভি ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন মাখন।

নিহত বিচার প্রার্থীরা হলেন, আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম। আত্মঘাতি জঙ্গির নাম শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলাম।

এর দুইদিন পর ১ ডিসেম্বর দুপুরে আবারো জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের পাশে জেএমবি বোমা হামলা চালায়। এতে স্থানীয় কৃষি কর্মকর্তা আবুল কালাম সরকার নিহত এবং সাংবাদিক আমিনুল ইসলাম, বেলাল হোসেন, নজরুল ইসলাম বাদামীসহ ২৫ জন আহত হন। এদিন জেএমবির এক আত্মঘাতি সদস্য ফ্ল্যাক্স বোমা হামলা চালায়।

সোমবার সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করা হয়। আইনজীবী সমিতির চত্বরে নিহত আইনজীদের স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা আইনজীবি সমিতি, গাজীপুর জেলা জজশীপ ও বিজ্ঞ বিচারকবৃন্দ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

সমিতির সকল আইনজীবী কালোব্যাজ ধারণ করে শহরের বিভিন্ন সড়কে শোক র‌্যালি বের করেন। পরে দুপুরে সমিতি চত্বরে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আইনজীবী সমিতির চত্বরে সংগঠনের সভাপতি অ্যাড. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী মো. আলাউদ্দিন হোসেন, মো. নুরুল আমিন, মো. সুলতান উদ্দিন, আব্দুস সোবহান, মো. খালিদ হোসেন, সুদীপ কুমার চক্রবর্তী প্রমূখ ।