ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

‘উন্নয়নের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই’

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:৫৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • / 88

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নে জেলার সবগুলো ইউনিয়নের মধ্যে বেশি ভোট ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ সিকান্দার আলী (মণি)। আওয়ামী পরিবারের সন্তান সৈয়দ সিকান্দার আলী মনি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নের জন্যে ইউনিয়ন থেকে তার নাম ১ নম্বরে দিয়ে পাঠানো হয়। থানা কমিটি থেকে তার নাম ৩ নম্বর সিরিয়ালে পাঠানো হয়। অতঃপর জেলা কমিটি থেকে তার নাম ৬ নম্বর সিরিয়ালে পাঠানো হয়। এর ফলে তুমুল জনপ্রিয় এই নেতা বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন থেকে বঞ্চিত হন। স্থানীয় এমপি সিরিয়াল ঠিক করেছেন বলে জানা গেছে।

মনোনয়ন বঞ্চিত হয়ে সৈয়দ সিকান্দার আলী নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। ঢাকা থেকে বাড়িতে গেলে কয়েক হাজার লোক তার গ্রামের বাড়িতে জড়ো হয়ে নির্বাচন করার দাবী তুলেন। প্রয়োজনে জনগণ তার পক্ষে টাকা জমা দিয়ে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘদিন তার নির্বাচন করার আশা নিয়ে থাকা জনগণ ডুকরে ডুকরে কেঁদে ওঠে।

জনগণের দাবী উপেক্ষা করতে না পেরে অবশেষে স্বতন্ত্র নির্বাচন করতে বাধ্য হন সৈয়দ সিকান্দার আলী। জনগণ তাদের কথা রেখেছেন। সর্বোচ্চ ভোট ব্যবধানে জিতিয়েছেন তাদের পছন্দের নেতা সৈয়দ সিকান্দার আলীকে। তিনি পেয়েছেন ৬২৬৪ ভোট, পক্ষান্তরে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী পেয়েছেন ২৬৫৭ ভোট।

নির্বাচনে বিজয়ী সৈয়দ সিকান্দার আলী বলেন, ‘আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী মাত্র। জননেত্রীকে ভুল তথ্য দিয়ে আমাকে নমিনেশন বঞ্চিত করেছে। যারা ভুল লোকের নাম ১ নম্বরে দিয়ে আমাকে ৬ নম্বর সিরিয়ালে পাঠিয়েছে তারা আজ জনতার জবাব পেয়েছে।’

তিনি বলেন, ‘আমি বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে পলাশবাড়িয়া ইউনিয়নের উন্নয়ন করতে চাই। উন্নয়নের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘উন্নয়নের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই’

আপডেট : ১১:৫৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নে জেলার সবগুলো ইউনিয়নের মধ্যে বেশি ভোট ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ সিকান্দার আলী (মণি)। আওয়ামী পরিবারের সন্তান সৈয়দ সিকান্দার আলী মনি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নের জন্যে ইউনিয়ন থেকে তার নাম ১ নম্বরে দিয়ে পাঠানো হয়। থানা কমিটি থেকে তার নাম ৩ নম্বর সিরিয়ালে পাঠানো হয়। অতঃপর জেলা কমিটি থেকে তার নাম ৬ নম্বর সিরিয়ালে পাঠানো হয়। এর ফলে তুমুল জনপ্রিয় এই নেতা বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন থেকে বঞ্চিত হন। স্থানীয় এমপি সিরিয়াল ঠিক করেছেন বলে জানা গেছে।

মনোনয়ন বঞ্চিত হয়ে সৈয়দ সিকান্দার আলী নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। ঢাকা থেকে বাড়িতে গেলে কয়েক হাজার লোক তার গ্রামের বাড়িতে জড়ো হয়ে নির্বাচন করার দাবী তুলেন। প্রয়োজনে জনগণ তার পক্ষে টাকা জমা দিয়ে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘদিন তার নির্বাচন করার আশা নিয়ে থাকা জনগণ ডুকরে ডুকরে কেঁদে ওঠে।

জনগণের দাবী উপেক্ষা করতে না পেরে অবশেষে স্বতন্ত্র নির্বাচন করতে বাধ্য হন সৈয়দ সিকান্দার আলী। জনগণ তাদের কথা রেখেছেন। সর্বোচ্চ ভোট ব্যবধানে জিতিয়েছেন তাদের পছন্দের নেতা সৈয়দ সিকান্দার আলীকে। তিনি পেয়েছেন ৬২৬৪ ভোট, পক্ষান্তরে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী পেয়েছেন ২৬৫৭ ভোট।

নির্বাচনে বিজয়ী সৈয়দ সিকান্দার আলী বলেন, ‘আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী মাত্র। জননেত্রীকে ভুল তথ্য দিয়ে আমাকে নমিনেশন বঞ্চিত করেছে। যারা ভুল লোকের নাম ১ নম্বরে দিয়ে আমাকে ৬ নম্বর সিরিয়ালে পাঠিয়েছে তারা আজ জনতার জবাব পেয়েছে।’

তিনি বলেন, ‘আমি বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে পলাশবাড়িয়া ইউনিয়নের উন্নয়ন করতে চাই। উন্নয়নের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।’