ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১৩

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৪১:৩৩ অপরাহ্ন, সোমাবার, ৬ ডিসেম্বর ২০২১
  • / 67
ভোলার চরফ্যাশনের উপকূলের সাগর মোহনায় ট্রলিং ফিশিং জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ২১ জেলে নিখোঁজ রয়েছেন।

রোববার রাতে ঢালচরের দক্ষিণে উত্তাল মেঘনায় ২১ জন জেলে নিয়ে আবদুল্লাহপুর ইউনিয়নের কামাল খন্দকারের মালিকানাধীন মা-শামসুন্নাহার নামের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

এ সময় নদীতে থাকা অন্যান্য ট্রলারের জেলেরা ৮ জনকে উদ্ধার করতে পারলেও এখনও নিখোঁজ রয়েছে ১৩ জন জেলে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডসহ প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো কাজ করছে।

চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান আল এমরান প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামের একটি ট্রলিং ফিশিং জাহাজের ধাক্কায় কামাল খন্দকারের ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে থাকা ২১ জেলেই তার ইউনিয়নের বাসিন্দা বলে জানান তিনি।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজদের উদ্ধারে পুলিশ কোস্টগার্ড ও নৌ-পুলিশ যৌথভাবে কাজ করছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১৩

আপডেট : ১২:৪১:৩৩ অপরাহ্ন, সোমাবার, ৬ ডিসেম্বর ২০২১
ভোলার চরফ্যাশনের উপকূলের সাগর মোহনায় ট্রলিং ফিশিং জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ২১ জেলে নিখোঁজ রয়েছেন।

রোববার রাতে ঢালচরের দক্ষিণে উত্তাল মেঘনায় ২১ জন জেলে নিয়ে আবদুল্লাহপুর ইউনিয়নের কামাল খন্দকারের মালিকানাধীন মা-শামসুন্নাহার নামের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

এ সময় নদীতে থাকা অন্যান্য ট্রলারের জেলেরা ৮ জনকে উদ্ধার করতে পারলেও এখনও নিখোঁজ রয়েছে ১৩ জন জেলে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডসহ প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো কাজ করছে।

চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান আল এমরান প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামের একটি ট্রলিং ফিশিং জাহাজের ধাক্কায় কামাল খন্দকারের ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে থাকা ২১ জেলেই তার ইউনিয়নের বাসিন্দা বলে জানান তিনি।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজদের উদ্ধারে পুলিশ কোস্টগার্ড ও নৌ-পুলিশ যৌথভাবে কাজ করছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।