সুগন্ধায় লঞ্চে আগুনের ঘটনায় আরও এক মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট : ১১:৩৩:০৯ পূর্বাহ্ন, সোমাবার, ৩ জানুয়ারী ২০২২
- / 195
সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। তার নাম মোহাম্মদ রাসেল (৩৮)। শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল তার। রাসেলকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে রাসেলের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় বলে জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন।
এর আগে গত রোববার বিকালে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু তামিম হাসান (৮)। তার বোন মাহিনুর (৫) ঢাকায় আসার পথেই মারা যায়। মা জেসমিন আক্তার এখনও হাসপাতালে ভর্তি। তিনি ছিলেন অন্তঃসত্ত্বা, মারা গেছে গর্ভের সন্তানটিও।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক। ১২ জন এখনও বার্ন চিকিৎসাধীন।