ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কুলাউড়ায় বন্যায় তলিয়ে গেছে রেললাইন

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • / 116
মৌলভীবাজার জেলার হাওর এলাকায় বাড়ছে বন্যার পানি। নতুন করে বহু ঘরবাড়ি, সড়কপথ প্লাবিত হয়েছে। সাথে কুলাউড়া অংশের রেললাইন তলিয়ে গেছে। শঙ্কায় আছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ইতিমধ্যে রেলওয়ের প্রকৌশল বিভাগের সংশ্লিষ্টরা জায়গাটি পরিদর্শন করেছেন।

কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ফানাই-আনফানাই নদী এলাকায় ফানাই ব্রিজের মধ্যবর্তী স্থানে রেললাইনে বন্যার পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।

এদিকে পানি বাড়তে থাকলে সারাদেশের সাথে সিলেট অঞ্চলের রেল যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

গেল কয়েক দিন থেকে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওরের তীরবর্তী কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। কমবেশি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এখনো অব্যাহত থাকায় নতুন নতুন এলাকার ঘরবাড়িতে উঠছে পানি। প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা।

কুলাউড়ার বিভিন্ন স্থানের রেললাইনে পানি ওঠায় নতুন করে দুশ্চিন্তায় ফেলছে স্থানীয় বাসিন্দাসহ রেলযাত্রী ও সংশ্লিষ্টদের।

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হরিপদ সরকার জানান, ওই স্থানে রেল লাইনের ১ ইঞ্চি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানির স্রোত কম থাকায় গতি কমিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, পানি কিংবা স্রোত বাড়লে ট্রেন চলাচল অব্যাহত রাখা যাবে কিনা তা আশঙ্কা রয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে গেল কয়েক দিনের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি কারণে কুলাউড়া থেকে সমশেরনগর ও কুলাউড়া থেকে মাইজগাঁও পর্যন্ত গতি কমিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় বন্যায় তলিয়ে গেছে রেললাইন

আপডেট : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
মৌলভীবাজার জেলার হাওর এলাকায় বাড়ছে বন্যার পানি। নতুন করে বহু ঘরবাড়ি, সড়কপথ প্লাবিত হয়েছে। সাথে কুলাউড়া অংশের রেললাইন তলিয়ে গেছে। শঙ্কায় আছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ইতিমধ্যে রেলওয়ের প্রকৌশল বিভাগের সংশ্লিষ্টরা জায়গাটি পরিদর্শন করেছেন।

কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ফানাই-আনফানাই নদী এলাকায় ফানাই ব্রিজের মধ্যবর্তী স্থানে রেললাইনে বন্যার পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।

এদিকে পানি বাড়তে থাকলে সারাদেশের সাথে সিলেট অঞ্চলের রেল যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

গেল কয়েক দিন থেকে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওরের তীরবর্তী কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। কমবেশি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এখনো অব্যাহত থাকায় নতুন নতুন এলাকার ঘরবাড়িতে উঠছে পানি। প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা।

কুলাউড়ার বিভিন্ন স্থানের রেললাইনে পানি ওঠায় নতুন করে দুশ্চিন্তায় ফেলছে স্থানীয় বাসিন্দাসহ রেলযাত্রী ও সংশ্লিষ্টদের।

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হরিপদ সরকার জানান, ওই স্থানে রেল লাইনের ১ ইঞ্চি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানির স্রোত কম থাকায় গতি কমিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, পানি কিংবা স্রোত বাড়লে ট্রেন চলাচল অব্যাহত রাখা যাবে কিনা তা আশঙ্কা রয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে গেল কয়েক দিনের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি কারণে কুলাউড়া থেকে সমশেরনগর ও কুলাউড়া থেকে মাইজগাঁও পর্যন্ত গতি কমিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে।