ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

বগুড়া প্রতিনিধি
  • আপডেট : ০৮:০৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
  • / 169
বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত (২১) এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা এলাকার আলমাসের ছেলে তানভীর হোসেন (২১)। সানি নামে আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তারা তিনজনই বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মোটরসাইকেলে তিনজন দ্বিতীয় বাইপাস ধরে মাটিডালীর দিকে যাচ্ছিলেন। আর শেরপুরের একটি খালি ট্রাক বেতগাড়ী লিচুতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যান। পরে সানি ও সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে সেখানে সাগরের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

আপডেট : ০৮:০৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত (২১) এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা এলাকার আলমাসের ছেলে তানভীর হোসেন (২১)। সানি নামে আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তারা তিনজনই বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মোটরসাইকেলে তিনজন দ্বিতীয় বাইপাস ধরে মাটিডালীর দিকে যাচ্ছিলেন। আর শেরপুরের একটি খালি ট্রাক বেতগাড়ী লিচুতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যান। পরে সানি ও সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে সেখানে সাগরের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।