ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকে রাজধানীতে লোডশেডিং হতে পারে ১-৬ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৩:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / 248
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ রোববার থেকে ১-৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানিয়েছেন ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা দুই প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো)।

ডিপিডিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারের (এনএলডিসি) মাধ্যমে বরাদ্দপ্রাপ্তির ভিত্তিতে লোডশেডিংয়ের পরিমাণ বা সংখ্যা কম-বেশি হতে পারে।

তবে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ, বিদ্যুৎ-বিভ্রাট বা কম বিদ্যুৎ উৎপাদনের কারণে এনএলডিসি থেকে খুব কম লোড পেলে লোডশেডিংয়ের সূচির পরিবর্তন হতে পারে।

এ ছাড়া বরাদ্দ কম হলে প্রয়োজনে রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত লোডশেডিং করা হতে পারে।

রাজধানীতে ডিপিডিসি ও ডেসকো—এই দুই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা লোডশেডিংয়ের তালিকা দিয়েছে। পাঠকের জন্য এই তালিকা তুলে ধরা হলো।

বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয় গত ১৮ জুলাই। সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ থেকে রাজধানীতে লোডশেডিং হতে পারে ১-৬ ঘণ্টা

আপডেট : ০৩:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ রোববার থেকে ১-৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানিয়েছেন ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা দুই প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো)।

ডিপিডিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারের (এনএলডিসি) মাধ্যমে বরাদ্দপ্রাপ্তির ভিত্তিতে লোডশেডিংয়ের পরিমাণ বা সংখ্যা কম-বেশি হতে পারে।

তবে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ, বিদ্যুৎ-বিভ্রাট বা কম বিদ্যুৎ উৎপাদনের কারণে এনএলডিসি থেকে খুব কম লোড পেলে লোডশেডিংয়ের সূচির পরিবর্তন হতে পারে।

এ ছাড়া বরাদ্দ কম হলে প্রয়োজনে রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত লোডশেডিং করা হতে পারে।

রাজধানীতে ডিপিডিসি ও ডেসকো—এই দুই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা লোডশেডিংয়ের তালিকা দিয়েছে। পাঠকের জন্য এই তালিকা তুলে ধরা হলো।

বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয় গত ১৮ জুলাই। সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়।