ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে উপ-নির্বাচনের সরঞ্জাম

বগুড়া প্রতিনিধি
  • আপডেট : ০৫:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
  • / 124
আগামীকাল বগুড়া-৬ সদর ও বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনের উপ-নির্বাচন। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে শেষ করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমসহ ভোটের নানা সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছে।

বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে সরঞ্জামাদি সকাল ১১টায় শহরের পৌর উচ্চ বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ আপনারা দেখেছেন। আমরা চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু ও গ্রগণযোগ্য নির্বাচন বগুড়াবাসীকে উপহার দেয়ার। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স ইতিমধ্যে কাজ শুরু করেছে। ভোটারেরা নান্দনিকভাবে নির্বিঘ্নে ভোট দিবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়,বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ১০হাজার ৭৪৩ জন। ভোট কেন্দ্র হবে ১৪৩টি ও কক্ষ থাকবে ১ হাজার ১৭টি। এ আসনে ১৪৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ১ হাজার ১৭ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ২ হাজার ৩৪ জন পোলিং কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন। ভোট কেন্দ্র ১১২টি। ভোট কক্ষ ৭৭৭টি। এর মধ্যে অস্থায়ী কক্ষ থাকবে ৪২টি। এই আসনে মোট প্রিসাইডিং কর্মকর্তা থাকবে ১১২ জন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৭৭৭ ও ১ হাজার ৫৫৪ জন পোলিং কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

গত বছরের ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় ৭ জন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন ১১ ডিসেম্বর বিএনপির ৬ জন সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একজন দেশের বাইরে ছিলেন। পরে তিনি দেশে ফিরে পদত্যাগপত্র জমা দেন। এই ৭ সংসদ সদস্যের মধ্যে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে উপ-নির্বাচনের সরঞ্জাম

আপডেট : ০৫:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
আগামীকাল বগুড়া-৬ সদর ও বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনের উপ-নির্বাচন। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে শেষ করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমসহ ভোটের নানা সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছে।

বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে সরঞ্জামাদি সকাল ১১টায় শহরের পৌর উচ্চ বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ আপনারা দেখেছেন। আমরা চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু ও গ্রগণযোগ্য নির্বাচন বগুড়াবাসীকে উপহার দেয়ার। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স ইতিমধ্যে কাজ শুরু করেছে। ভোটারেরা নান্দনিকভাবে নির্বিঘ্নে ভোট দিবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়,বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ১০হাজার ৭৪৩ জন। ভোট কেন্দ্র হবে ১৪৩টি ও কক্ষ থাকবে ১ হাজার ১৭টি। এ আসনে ১৪৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ১ হাজার ১৭ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ২ হাজার ৩৪ জন পোলিং কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন। ভোট কেন্দ্র ১১২টি। ভোট কক্ষ ৭৭৭টি। এর মধ্যে অস্থায়ী কক্ষ থাকবে ৪২টি। এই আসনে মোট প্রিসাইডিং কর্মকর্তা থাকবে ১১২ জন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৭৭৭ ও ১ হাজার ৫৫৪ জন পোলিং কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

গত বছরের ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় ৭ জন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন ১১ ডিসেম্বর বিএনপির ৬ জন সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একজন দেশের বাইরে ছিলেন। পরে তিনি দেশে ফিরে পদত্যাগপত্র জমা দেন। এই ৭ সংসদ সদস্যের মধ্যে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের।