নারায়ণগঞ্জে ‘সুন্দর হস্ত লিখন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট : ১০:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / 330
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খেলাঘর নারায়ণগঞ্জ জেলার নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ‘সুন্দর হস্ত লিখন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ফতুল্লা থানাধীন কুতুবপুরের উত্তর রসূলপুরে।
মৌচাক খেলাঘর আসরের সার্বিক তত্বাবধানে জাকির হোসেন মামুনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগ্রামী সভাপতি জহিরুল ইসলাম জহির। অনুষ্ঠানে শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেনী পর্যন্ত স্বরবর্ণ ও তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ব্যাঞ্জনবর্ণ এবং ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জাতীয় সংগীতের প্রথম চার লাইন লিখতে দেয়া হয়।
এতে যথাক্রমে ক-খ ও গ বিভাগে তিনজন করে শ্রেষ্ঠ নির্বাচিত হলে তাদের মধ্যে সনদ ও পুরস্কার স্বরুপ বই প্রদান করা হয়। মৌচাক খেলাঘর আসরের সভাপতি শফিকুল ইসলাম শ্যমালের সভাপতিত্বে অনুষ্ঠান স্থলে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন উত্তর রসূলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক দ্বীন ইসলাম, উত্তর রসূলপুর সমাজকল্যাণ সংসদের সভাপতি শরিফুল ইসলাম ও তুষার খেলাঘর আসরের সদস্য সুলতান মাহমুদ সোহান।
প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম জহির বলেন, ভাষা আন্দোলন ও ৭১’র মুক্তিসংগ্রামের চেতনা শিশুদের মধ্যে প্রজ্বলিত করে সুন্দর আগামী বিনির্মানে নিরলস কাজ করে যাবে খেলাঘর। এছাড়াও শিশু মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি।
সেখানে আরও উপস্থিত ছিলেন খেলাঘর সংগঠক নুরুল ইসলাম, সামসুল ইসলাম নিয়ম, তুষার খেলাঘর আসরের সংস্কৃতি বিষয়ক সম্পাদিকা এম এস মনি, ইম্পেরিয়াল কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষিকা মরিয়ম আক্তার, মৌচাক খেলাঘর আসরের সংগঠক সুমি আক্তার, রেহেনা আক্তার,তফুরা আক্তার আলপনা ইসলাম পপি সহ প্রমুখ সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।