রংপুরে মতি প্লাজা মার্কেটে আগুন
অনলাইন ডেস্ক
- আপডেট : ০৬:৪৪:১৩ অপরাহ্ন, সোমাবার, ১৭ এপ্রিল ২০২৩
- / 122
রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড়ে মতি প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার ৩টা ১০মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুল হামিদ বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ডাম্পিং শেষে জানা যাবে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে যোগ দেবে পুলিশ।রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে যোগ দেবে পুলিশ।