ঢাকা ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

চট্টগ্রামে অস্ত্র মামলায় দুইজনের ১০ বছর কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট : ০৮:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
  • / 50
চট্টগ্রামে অস্ত্র মামলায় দুইজনের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৭ জুন) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। এ সময় আসামি জিয়া উদ্দীন জিয়া আদালতে উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দক্ষিণ হালিশহর বন্দরটিলা আলী শাহ পাড়ার শফি আলম সুফীর নতুন বাড়ির মো. লিয়াকত আলীর ছেলে জিয়া উদ্দীন জিয়া (৪১) ও কুমিল্লার মুরাদনগর দক্ষিণ পাড়া নওয়াব আলী মৌলভীর বাড়ির মৃত মো. সুরুজ বেপারীর ছেলে মো. বেলাল হোসেন (৪৩)।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী। তিনি বলেন, অস্ত্র মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় জিয়া উদ্দীন জিয়া ও মো. বেলাল হোসেনকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আদালতে জিয়া উদ্দীন জিয়া উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। মো. বেলাল হোসেন জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৫ অক্টোবর দক্ষিণ হালিশহর বন্দরটিলা জেলে পাড়া থেকে দেশীয় তৈরি দোনলা অস্ত্রসহ জিয়া উদ্দীন ও বেলালকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বন্দর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. কাওচার উদ্দীন চৌধুরী বাদী হয়ে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৩ সালের ২৯ জুলাই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে অস্ত্র মামলায় দুইজনের ১০ বছর কারাদণ্ড

আপডেট : ০৮:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
চট্টগ্রামে অস্ত্র মামলায় দুইজনের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৭ জুন) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। এ সময় আসামি জিয়া উদ্দীন জিয়া আদালতে উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দক্ষিণ হালিশহর বন্দরটিলা আলী শাহ পাড়ার শফি আলম সুফীর নতুন বাড়ির মো. লিয়াকত আলীর ছেলে জিয়া উদ্দীন জিয়া (৪১) ও কুমিল্লার মুরাদনগর দক্ষিণ পাড়া নওয়াব আলী মৌলভীর বাড়ির মৃত মো. সুরুজ বেপারীর ছেলে মো. বেলাল হোসেন (৪৩)।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী। তিনি বলেন, অস্ত্র মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় জিয়া উদ্দীন জিয়া ও মো. বেলাল হোসেনকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আদালতে জিয়া উদ্দীন জিয়া উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। মো. বেলাল হোসেন জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৫ অক্টোবর দক্ষিণ হালিশহর বন্দরটিলা জেলে পাড়া থেকে দেশীয় তৈরি দোনলা অস্ত্রসহ জিয়া উদ্দীন ও বেলালকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বন্দর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. কাওচার উদ্দীন চৌধুরী বাদী হয়ে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৩ সালের ২৯ জুলাই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।