রামেক হাসপাতালে আরো ১০ মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট : ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / 173
::রাজশাহী প্রতিনিধি::
করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন করোনায় এবং সাতজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এই ১০ জন মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া ১০ জনের মধ্যে সাতজনেরই বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নওগাঁর ১ জন এবং নাটোরের ১ জন মারা গেছেন।