প্রাথমিকের ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
- আপডেট : ১১:১৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / 196
ফরিদপুরের সালথায় আব্দুল হক মোল্যা (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা আব্দুল হককে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার মামলাটি করা হয়।
মামলা ও ওই স্কুলছাত্রীর পারিবার জানায়, স্কুলছাত্রী বাড়ির পাশের একটি খেজুর গাছ থেকে খেজুর কুঁড়াতে যায়। পরে ওই স্কুলছাত্রীকে একা পেয়ে ফুঁসলিয়ে আব্দুল হক নামের এক ব্যক্তি মেয়েটিকে পাশের পাটের ক্ষেতের মধ্যে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে। পরে শিশুটি বাড়িতে এসে কান্না করতে করতে পরিবারকে জানায়।
শিশুটির বাবা অভিযোগ করে বলেন, ‘স্থানীয় একটি মহল মীমাংসা করতে চাপ দিচ্ছে। খুব নিরাপত্তাহীনতায় ভুগছি।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।