সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা, নির্যাতন, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
প্রতিনিধির নাম
- আপডেট : ০৬:২৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / 237
::কাউখালী প্রতিনিধি::
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের উপর হামলা, নির্যাতন, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুুিষ্ঠত হয়।
গতকাল বুধবার দুপুরে কাউখালী প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব সম্মূখে প্রেস ক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নুর সভাপতিত্বে ও সাধারন সম্পাাদক সৈয়দ বশির আহম্মেদ এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী বার্তার সম্পাদক হাসান হাফিজুর রহমান বাদল, মাই টিভির জেলা প্রতিনিধি ও যায় যায় পত্রিকার উপজেলা প্রতিনিধি মৃদুল আহম্মেদ সুমন, ভোরের পাতার স্টাফ রিপোর্টার ছগির আহম্মেদ, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু প্রমূখ।
বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।