নাটোরে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
- আপডেট : ১২:১৩:৩৬ অপরাহ্ন, সোমাবার, ৩০ অগাস্ট ২০২১
- / 126
স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ছয়টায় আল-আমিন হোসেনের বাড়ির পাশে হোজা নদীতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।
নিহত শিশুটির নানা মুকবুল বলেন, সকাল বেলা আমার মেয়ে রান্না করায় ব্যস্ত ছিল। এই সুযোগে সে বাড়ি থেকে বের হয়ে নদীর ধারে যায়। পরে বাড়িতে না তাকে না দেখে আশে পাশের সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সবাই নদীতে খুঁজতে থাকে। পরে বাড়ির সামনের নদী থেকে প্রায় ৮০০ মিটার দূরে নদীর তীরে ভেসে উঠে রিহানের লাশ ।
এদিকে নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে জুবায়ের আহমেদ জিহাদ (২০) নামে এক কলেজ ছাত্র নিহত ও তার আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছে। রোববার সন্ধ্যায় নাটোর-পাবনা মহাসড়কের আহমেদপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের আহমেদ জিহাদ বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আহতরা হলো, কায়েমকোলা গ্রামেরর শাহেদ আলীর ছেলে শাকিল আহমেদ (২০) ও সরোয়ার হোসেনের ছেলে মো. সবুজ হোসেন (২২)। তারা তিন জনই আহেম্মদপুর আজম আলী ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আহতরা বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঝলমলিয়াা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজওয়ানুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।