রাজধানীতে প্রাইভেটকারে পড়ে ছিল দুই ব্যক্তির লাশ
প্রতিনিধির নাম
- আপডেট : ০২:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / 134
রাজধানীর সেগুনবাগিচার বটতলা এলাকায় একটি প্রাইভেটকার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন সিয়াম (১৯) ও রাকিব (২৭)। দুজনই নাভানা সিএনজির কর্মচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে স্থানীয়দের খবরে নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে পার্ক করা গাড়ি থেকে ওই দুই জনের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার বলেন, মৃত দুইজন ওই প্রাইভেটকারের ডেন্টিংয়ের কাজ করছিলেন। গতকাল গভীর রাত পর্যন্ত তারা কাজ করেছেন। কিন্তু সকালে তাদের কোনো সাড়া না পেয়ে নাভানার ফিলিং স্টেশনের লোকজন ও স্থানীয়রা পুলিশে খবর দেয়।
প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান। তিনি বলেন, ঘটনাটি আত্মহত্যা, খুন নাকি অন্য কোনভাবে মারা গেছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে।