ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আটদিন পর শিক্ষকের লাশ উদ্ধার, নিখোঁজ আরও একজন

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • / 97

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পদ্মায় ট্রলারডুবির ঘটনার ৮ দিন পর নিখোঁজ শিক্ষক আজমল হোসেনের (৪৪) লাশের সন্ধান পাওয়া গেছে।

বুধবার বিকালে শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাট এলাকায় ওই শিক্ষকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে জানাজানি হলে ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ ও আজমলের পরিবার ঘটনাস্থলে যান।

কোতয়ালী থানার ওসি এমএ জলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এসআই নজরুলের নেতৃত্বে কোতয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন।

শিক্ষক আজমল ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি শিক্ষক ছিলেন।

উল্লেখ্য, ফরিদপুর শহর থেকে গত বুধবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় ট্রলার ভাড়া করে পদ্মায় ভ্রমণে যান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের মুখে ৩ নম্বর পন্টুনের সঙ্গে সংঘর্ষে শিক্ষকদের বহন করা ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক সাঁতারে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নামের দুই শিক্ষক নিখোঁজ হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আটদিন পর শিক্ষকের লাশ উদ্ধার, নিখোঁজ আরও একজন

আপডেট : ০১:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
ফরিদপুরে পদ্মায় ট্রলারডুবির ঘটনার ৮ দিন পর নিখোঁজ শিক্ষক আজমল হোসেনের (৪৪) লাশের সন্ধান পাওয়া গেছে।

বুধবার বিকালে শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাট এলাকায় ওই শিক্ষকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে জানাজানি হলে ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ ও আজমলের পরিবার ঘটনাস্থলে যান।

কোতয়ালী থানার ওসি এমএ জলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এসআই নজরুলের নেতৃত্বে কোতয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন।

শিক্ষক আজমল ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি শিক্ষক ছিলেন।

উল্লেখ্য, ফরিদপুর শহর থেকে গত বুধবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় ট্রলার ভাড়া করে পদ্মায় ভ্রমণে যান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের মুখে ৩ নম্বর পন্টুনের সঙ্গে সংঘর্ষে শিক্ষকদের বহন করা ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক সাঁতারে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নামের দুই শিক্ষক নিখোঁজ হন।