ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অটোরিকশা চড়ে সভায় দুই মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:২৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • / 156
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় অটোরিকশা চড়ে যোগ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ ঘটনায় বেশ অবাক হয়েছেন এলাকাবাসী। দেশের প্রভাবশালী দুই মন্ত্রী অটোরিকশা চড়ে সভায় যাবেন, এমন দৃশ্য দেখতে পাবেন তা ভাবতে পারেননি এলাকাবাসী।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে অটোরিকশা করে আলোচনা সভায় যোগ দেন দুই মন্ত্রী।

এর আগে বেলা ১১টায় স্পিডবোট নিয়ে মধ্যনগর থানার সামনে আসেন দুই মন্ত্রী। এসময় ফুল ছিটিয়ে তাদের অভিনন্দন জানানো হয়। সেখানে ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে সেখানে উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন দুই মন্ত্রী। সেখান থেকে বের হয়ে দুই মন্ত্রী উপজেলারবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখান থেকে অটোরিকশায় উঠেন দুই মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য। অটোরিকশার পেছনের দুই সিটে ছিলেন দুই মন্ত্রী ও সামনের সিটে ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

এদিকে দুই মন্ত্রীর আগমন উপলক্ষে পুরো উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অটোরিকশা চড়ে সভায় দুই মন্ত্রী

আপডেট : ১১:২৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় অটোরিকশা চড়ে যোগ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ ঘটনায় বেশ অবাক হয়েছেন এলাকাবাসী। দেশের প্রভাবশালী দুই মন্ত্রী অটোরিকশা চড়ে সভায় যাবেন, এমন দৃশ্য দেখতে পাবেন তা ভাবতে পারেননি এলাকাবাসী।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে অটোরিকশা করে আলোচনা সভায় যোগ দেন দুই মন্ত্রী।

এর আগে বেলা ১১টায় স্পিডবোট নিয়ে মধ্যনগর থানার সামনে আসেন দুই মন্ত্রী। এসময় ফুল ছিটিয়ে তাদের অভিনন্দন জানানো হয়। সেখানে ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে সেখানে উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন দুই মন্ত্রী। সেখান থেকে বের হয়ে দুই মন্ত্রী উপজেলারবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখান থেকে অটোরিকশায় উঠেন দুই মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য। অটোরিকশার পেছনের দুই সিটে ছিলেন দুই মন্ত্রী ও সামনের সিটে ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

এদিকে দুই মন্ত্রীর আগমন উপলক্ষে পুরো উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব।