ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মিথ্যা আইডি দিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে: মেয়র জাহাঙ্গীর

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • / 91

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করছে, যত বড় ষড়যন্ত্রাকারীই হোক তাদের মুখোশ খুলে দেবো। তারা অনেককেই ভুল বুঝিয়েছে, মিথ্যা আইডি দিয়ে ফেসবুক খুলে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে, আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করেছে।

শুক্রবার বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় বোর্ডবাজার ইউটিসি বালুর মাঠে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রাউন জুয়েল বা মুকুটমনি হিসেবে আখ্যায়িত হওয়ায় আয়েজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

মেয়র জাহাঙ্গীর আরও বলেন, আমি বঙ্গবন্ধুর জন্য, আওয়ামী লীগের জন্য জীবন দিতে প্রস্তুত। বঙ্গবন্ধু আমাদের এ জন্মভূমি উপহার দিয়েছেন। আমি তার ছবি দেখে, কথা শুনে বাবা-মা যখন আমাকে কথা বলতে শিখিয়েছেন, তখন থেকেই বঙ্গবন্ধুকে ভালবাসতে শিখেছি। বঙ্গবন্ধুর ব্যাপারে আমি কোনো আপোষ করবো না।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে কম বয়সে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে এনেছেন মানুষের সেবা করার জন্য। তিনি আমাদের গাজীপুর সিটি কর্পোরেশোন উপহার দিয়েছেন, আমি নগরবাসীর সেবা করতে চাই।

মেয়র আরও বলেন, আমি সিটি কর্পোরেশনের উন্নতির জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেয়ায় প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তারা মিথ্যা ষড়যন্ত্রমূলক কুৎসা রটনা করে যাচ্ছে।

জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী আব্দুর রশীদ। এতে অন্যান্যদের মধ্যে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদুল আলম, জেলা যুবলীগের আহ্বায়ক এসএম আলতাব হোসেন, গাজীপুর সিটির কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, কাউন্সিলর আব্দুল কাদের মন্ডল, মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসি, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুস প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত বুধবারে ফেসবুক ও ইউটিউবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে মেয়রের নামে একটি অডিও আপলোড করার পর তার বিরুদ্ধে সিটির কয়েকটি এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও জনগণের ব্যানারে গত দুই দিন ধরে বিক্ষোভ, পুরানো টায়ারে অগ্নিসংযোগ করে মহাসড়ক ও টঙ্গী রেলপথ অবরোধ কর্মসূচি চলছিল। এ অবস্থায় শুক্রবার গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভা আয়োজন করা হয়।

গত শুক্রবার দুপুরের পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ধরে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত মিছিল নিয়ে ওই জনসভায় যোগ দিতে গেলে মহসড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিথ্যা আইডি দিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে: মেয়র জাহাঙ্গীর

আপডেট : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করছে, যত বড় ষড়যন্ত্রাকারীই হোক তাদের মুখোশ খুলে দেবো। তারা অনেককেই ভুল বুঝিয়েছে, মিথ্যা আইডি দিয়ে ফেসবুক খুলে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে, আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করেছে।

শুক্রবার বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় বোর্ডবাজার ইউটিসি বালুর মাঠে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রাউন জুয়েল বা মুকুটমনি হিসেবে আখ্যায়িত হওয়ায় আয়েজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

মেয়র জাহাঙ্গীর আরও বলেন, আমি বঙ্গবন্ধুর জন্য, আওয়ামী লীগের জন্য জীবন দিতে প্রস্তুত। বঙ্গবন্ধু আমাদের এ জন্মভূমি উপহার দিয়েছেন। আমি তার ছবি দেখে, কথা শুনে বাবা-মা যখন আমাকে কথা বলতে শিখিয়েছেন, তখন থেকেই বঙ্গবন্ধুকে ভালবাসতে শিখেছি। বঙ্গবন্ধুর ব্যাপারে আমি কোনো আপোষ করবো না।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে কম বয়সে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে এনেছেন মানুষের সেবা করার জন্য। তিনি আমাদের গাজীপুর সিটি কর্পোরেশোন উপহার দিয়েছেন, আমি নগরবাসীর সেবা করতে চাই।

মেয়র আরও বলেন, আমি সিটি কর্পোরেশনের উন্নতির জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেয়ায় প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তারা মিথ্যা ষড়যন্ত্রমূলক কুৎসা রটনা করে যাচ্ছে।

জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী আব্দুর রশীদ। এতে অন্যান্যদের মধ্যে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদুল আলম, জেলা যুবলীগের আহ্বায়ক এসএম আলতাব হোসেন, গাজীপুর সিটির কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, কাউন্সিলর আব্দুল কাদের মন্ডল, মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসি, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুস প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত বুধবারে ফেসবুক ও ইউটিউবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে মেয়রের নামে একটি অডিও আপলোড করার পর তার বিরুদ্ধে সিটির কয়েকটি এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও জনগণের ব্যানারে গত দুই দিন ধরে বিক্ষোভ, পুরানো টায়ারে অগ্নিসংযোগ করে মহাসড়ক ও টঙ্গী রেলপথ অবরোধ কর্মসূচি চলছিল। এ অবস্থায় শুক্রবার গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভা আয়োজন করা হয়।

গত শুক্রবার দুপুরের পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ধরে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত মিছিল নিয়ে ওই জনসভায় যোগ দিতে গেলে মহসড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।